ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রসিক নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রচারণা চালানোয় মানিককে দল থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রচারণা চালানোয় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মানিককে দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। পার্টির চেয়ারম্যান জিএম কাদের গতকাল সকালে এই সিদ্ধান্ত নেন। 
জানা যায়, চলতি বছরের ১২ই জুন আমেরিকা প্রবাসী ছেলের বাসায় দীর্ঘদিন অবস্থানের পর রংপুরে ফেরেন সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মানিক। রংপুরে প্রবেশের পর সৈয়দপুর বিমানবন্দর থেকে মোটরসাইকেল শো-ডাউন করে আব্দুর রউফ মানিককে বাড়িতে পৌঁছে দেন তার সমর্থকরা। ওই সময় নগরীর মুন্সিপাড়াস্থ বাড়িতে আব্দুর রউফ মানিক সাংবাদিকদের বলেন, আমি রংপুর সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবো। যদি মনোনয়ন পাই নির্বাচন করবো এবং যদি না পাই তাহলে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবো। এদিকে ২০২১ সালের ২১শে আগস্ট রংপুর জাতীয় পার্টির কার্যালয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন। সম্প্রতি জাতীয় পার্টি থেকে মসিউর রহমান রাঙ্গা এমপিকে বহিষ্কার করার পর সিটি নির্বাচন নিয়ে আব্দুর রউফ মানিকের নাম আলোচনায় আসে। তাকে রওশন এরশাদ দলীয় মনোনয়ন দিয়েছেন বলে শোনা যায় এবং জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আব্দুর রউফ মানিকের পোস্টার বানিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অনেকে প্রচারণা চালায়।  
এ ব্যাপারে মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির বলেন, সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে রওশন এরশাদ মনোনীত জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আব্দুর রউফ মানিক প্রচারণা চালিয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status