বাংলারজমিন
বিরামপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ, আলোচনা সভা
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবারদিনাজপুরের বিরামপুর উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধন সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সামাজিক সম্প্রীতি সমাবেশ। গত মঙ্গলবার বিকালে বিরামপুর উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। এ সময় প্রধান বক্তা ছিলেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলি সাদিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুণ্ডু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুণ্ডু, সহ-সভাপতি নাড়ু গোপাল কুণ্ডু, সহ-সভাপতি দিলীপ কুণ্ডু, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, এসপি ওহেদুন্নবী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা মোজাফর রহমান, আবু হেনা মোস্তাফা কামাল, প্রেস ক্লাবের সভাপতি আকরাম হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, ৭ ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, ৪ উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতা ও স্থানীয় আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি একটি দেশের উন্নয়নের অন্যতম শর্ত। প্রতিটি পরিবার ও প্রতিটি গ্রামের সম্প্রসারিত রূপ হলো একটি দেশ, তাই তৃণমূল পর্যায়ের প্রতিটি মানুষের মধ্যে যদি সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয় তাহলেই একটি দেশ সোনার দেশে পরিণত হবে। আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান যে যেই ধর্মেরই মানুষ হই না কেন আমাদের ভেতরের রক্ত কিন্তু লাল। তাই সাম্প্রদায়িক মনোভাব দূর করে সবাইকে একই ছাতার তলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দিনাজপুর-৬ আসনের উন্নয়নে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে বিরামপুর উপজেলায় ৪০টি, নবাব উপজেলায় ৬৮টি, ঘোড়াঘাট উপজেলায় ৩৭টি, হাকিমপুর উপজেলায় ২০টি পূজামণ্ডপে সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদ্যাপন উপলক্ষে প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের এমপি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল ঐক্য পরিষদের ট্রাস্টের পক্ষ থেকে ৪ উপজেলার প্রত্যেক পূজামণ্ডপে নগদ ২ হাজার টাকা এবং বিশেষ অতিথি দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক ব্যক্তিগত তহবিল থেকে ৪ উপজেলার পূজামণ্ডপে নগদ ৫ হাজার টাকা ও সরকারি জিআর চাল প্রত্যেক পূজামণ্ডপে ৫শ’ কেজি চাল বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিরামপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।