বাংলারজমিন
জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে লড়ছেন ব্রাহ্মণপাড়ার প্রার্থী ৩ জন
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
আগামী ১৭ই অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর পরই ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এ নির্বাচনে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার তিন প্রার্থী সাধারণ সদস্য পদে লড়ছেন। উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম টিটু হাতি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক সুলতান আহাম্মদ তালা প্রতীকে নির্বাচন করছেন। অপরদিকে বিএনপি নেতা হাজী মো. আমানত খান লড়ছেন অটোরিকশা প্রতীক নিয়ে। জানা যায়, এ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারসহ সর্বমোট ১০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]