ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

দুর্গাপূজায় চট্টগ্রামের সুবিধাবঞ্চিতদের জন্য এক টাকায় নতুন কাপড়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
mzamin

সুবিধাবঞ্চিতদের জন্য আসন্ন দুর্গাপূজাকে আনন্দময় করে তুলতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘শারদ আনন্দ উৎসবের’ আয়োজন করা হয়েছে। এই আয়োজনে সহস্রাধিক মানুষ এক টাকা দিয়ে নতুন কাপড় পছন্দ করে কেনার সুযোগ পাচ্ছেন। গতকাল চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জে এম সেন হলে আয়োজিত এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। জানা যায়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ। এর ফলে খেটে খাওয়া সমাজের এই সকল মানুষ এক টাকার বিনিময়ে নিজের পছন্দ মতো পোশাক নিয়ে বাড়ি ফিরতে পারছেন। এ ছাড়া মণ্ডপে যাওয়ার জন্য ফ্রি বাস সার্ভিসেরও ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচির আওতায় মণ্ডপে মণ্ডপে আপ্যায়নের ব্যবস্থাও থাকছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, পূজা উৎসবে যাতে গরিব মানুষজন অংশ নিতে পারে সে জন্য বিদ্যানন্দ এক টাকার বাজার বসিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই আয়োজন ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণে সাহায্য করবে। বিদ্যানন্দের সঙ্গে এই কাজে অংশীদার হতে পেরে সিএমপি খুবই গর্বিত।

বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারিশ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক জনাব চৌধুরী, কো অর্ডিনেটর জনাব মো. জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status