বাংলারজমিন
কুলাউড়ায় কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
আইসক্রিম বিক্রেতা আটক
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবারকুলাউড়ায় পপি সরকার (১২) নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সুরমান মিয়া (২৫) নামে এক আইসক্রিম বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল তাকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের একটি বাড়ির পাশ থেকে পপির লাশ উদ্ধার করা হয়। পপি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের দিগন্দ্র সরকারের বড় মেয়ে। দিগেন্দ্র ৪ মাস ধরে উপেজেলার সুলতানপুর গ্রামের সাবেক শিক্ষক কামাল হোসেন চৌধুরীর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে পপি তার মায়ের সঙ্গে ঘুমাতে যান। সাড়ে ৩টার দিকে আশুলতা ঘুম থেকে ওঠে দেখেন তার মেয়ে ঘরে নেই। এ সময় আশুলতা ও দিগেন্দ্র ঘরের জানালা খোলা এবং জানালার উপর বিস্কুট ঝুলানো রয়েছে দেখতে পান। অনেক খোঁজাখুঁজি করার পর সকাল ৯টার দিকে তাদের ঘরের পেছনে একটু দূরে গলায় ওড়না পেঁচানো ও মাটিতে উপুড় অবস্থায় পপির দেহ দেখতে পান। এ সময় পপির নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]