ভারত
নীতা আম্বানির উড়ন্ত প্রাসাদে কী নেই?
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২০ অপরাহ্ন

ভারতের মোট জন্যসংখ্যা ১৩০ কোটি। এর মধ্যে ২৩ কোটি মানুষ দৈনিক ৩৭৫ টাকা আয় করেন। অর্থাৎ তাঁদের মাসিক আয় ১১ হাজার ২০০ টাকা। ১৩০ কোটির মধ্যে ট্রেনে প্রতিবছর বিনা টিকিটে ঘুরতে গিয়ে ধরা পড়েন এক কোটি ১০ লক্ষ মানুষ। বিমানে ওঠার সুযোগ পান বছরে ২ কোটি ২০ লক্ষ মানুষ। আর এই দেশেই বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি যে বিমানটি চড়েন তার দাম ২৪২ কোটি টাকা। এয়ারবেস-৩১৯ বিমানটিকে বিমান বলে ডাকা হয় না। বলা হয় উড়ন্ত প্রাসাদ। ফ্লাইং প্যালেস। নীতা আম্বানির এই বিমানে মিটিং রুম, পার্টি রুম, লাইভ বার, জাকুজি আছে। আছে মিউজিক সিস্টেম, গেম কনসোল, স্যাটেলাইট টিভি রুম এবং ওয়ারলেস সিস্টেম। ডাইনিং রুম আর কিচেন আলাদা। কিচেনে রান্না হয় দেশ বিদেশের কুইজন। ডাইনিং রুমে একসঙ্গে ২৪ জন বসে খেতে পারেন। আছে হোম থিয়েটার। লম্বা বিমানসফর ক্লান্তিকর মনে হলে সিনেমা দেখে নিতে পারেন। একে উড়ন্ত প্রাসাদ না বললে আর কাকে বলা হবে? বিশ্বের প্রথম দশ ধনী তালিকায় থাকা মুকেশ আম্বানি স্ত্রী নীতার চুয়াল্লিশতম জন্মদিনে তাঁকে এই বিমানটি উপহার দিয়েছিলেন। মুকেশ এর অবশ্য আলাদা বিমান আছে। তবে, নীতার বিমানের কাছে সেই বিমান লাগে না! নাই বা দেশের মানুষ খেতে পেল। তাতে কী, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির স্ত্রী উড়ন্ত প্রাসাদে ঘুরবেন না? তাও কী কখনও হয়. বৈষম্য যে এই উপমহাদেশের বৈশিষ্ট্য!