ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

ইন্টারপোলের লাল তালিকায় ক্রিকেটার লামিচানে

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার
mzamin

নাবালিকা ধর্ষণের অভিযোগে ক্রিকেটার সন্দীপ লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেপালের আদালত। তবে দেশে এসে পুলিশের কাছে ধরা দেননি লামিচানে। সোমবার ফেসবুক স্ট্যাটাসে লামিচানে লিখেছেন, ওয়ারেন্ট জারির পর শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পরিস্থিতির উন্নতি হলেই দেশে ফিরবেন বলেও জানান এই লেগস্পিনার। এরইমধ্যে লামিচানেকে ধরতে আন্তর্জাতিক ক্রিমিনাল পুলিশ অরগানাইজেশন (ইন্টারপোল)-এর সহায়তা চেয়েছে নেপাল। দেশটির পুলিশ হেডকোয়ার্টার জানিয়েছে, তাদের অনুরোধের পর লামিচানের বিরুদ্ধে ‘ডিফিউশন নোটিস’ জারি করেছে ইন্টারপোল।  এর মানে হলো, ইন্টারপোলের লাল তালিকায় পড়ে গেছেন লামিচানে। সংস্থাটির ১৩৫ সদস্য দেশ এখন থেকে লামিচানেকে নজরদারিতে রাখবে। ওই ১৩৫ দেশের কোনো একটিতে তাকে পাওয়া গেলেই গ্রেপ্তার করা হবে। তারপর ইন্টারপোলের সহায়তায় লামিচানেকে পাঠানো হবে নেপালে। লামিচানের বিরুদ্ধে যখন ধর্ষণের অভিযোগ আনা হয়, তখন তিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থান করছিলেন। সেখানে জ্যামাইকা তালাওয়াসের হয়ে সিপিএল-এ খেলার কথা ছিল এই লেগস্পিনারের। ধারণা করা হচ্ছে, এখনও ক্যারিবিয়ানেই আছেন তিনি। নেপাল পুলিশের মুখপাত্র টেক প্রসাদ রাই সংবাদমাধ্যম এএফপিকে বলেন, ‘আশা করি এটা (ডিফিউশন নোটিস) লামিচানেকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আনা ধর্ষণ অভিযোগের ব্যাপারে তদন্ত করতে সহায়তা করবে।’  তবে ২২ বছর বয়সী লামিচানে শুরু থেকেই প্রত্যাখান করে আসছেন অভিযোগ। দেশে ফিরে ন্যায় বিচারের জন্য লড়বেন বলেও জানান তিনি। এরপর সোমবার লামিচানে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানা আমাকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বানিয়ে ফেলেছে। আমি এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছি যে, নিজেকে গৃহবন্দি করে রেখেছি। ডাক্তারদের পরামর্শক্রমে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। ধীরে ধীরে আমার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। শিগগিরই নেপালে ফিরে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভুল প্রমাণিত করবো।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status