অনলাইন
করোনা শনাক্তের হার ১৫.৪২ শতাংশ, আরও একজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৭ পূর্বাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৬০ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৭৩৭ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৭১৮ জন। ৭১৮ জনের মধ্যে রাজধানীতেই ৫১৬ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ২৩ হাজার ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে। আগের দিন শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪১১ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৬৩ হাজার ৭১৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৯টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৬২ হাজার ৫১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় একজন নারী মারা গেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৪০ জন এবং নারী ১০ হাজার ৬২০ জন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৫১৬ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৫৬০ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ১৮ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী শনাক্ত হয়েছেন।