বাংলারজমিন
সীতাকুণ্ডে প্যানেল চেয়ারম্যানের ঘরে হামলার ঘটনায় মামলা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবারচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ও মুরাদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিৎফুর নুরের বাড়িতে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে নিৎফুর নুর বাদী হয়ে একই এলাকার ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সীতাকুণ্ড থানার মামলা ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৫৮ সালে বর্তমান মামলার ১নং আসামি রবিনের নানির কাছ থেকে প্যানেল চেয়ারম্যানের স্বামী মো. দিদার প্রায় ৬৯ শতক জায়গা কিনে ঘর করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। ওই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা চলমান রয়েছে সীতাকুণ্ড ভূমি অফিসে। ভুক্তভোগী প্যানেল চেয়ারম্যান নিৎফুর নুর মানবজমিনকে বলেন, আমি জনপ্রতিনিধি হিসেবে সরকারি একটি টিউবওয়েল আমার এলাকার মানুষের সুবিধার জন্য আমার নিজের দখলীয় জায়গাতে গত ২১শে সেপ্টেম্বর বিকাল ৪টায় টিউবওয়েল বসানোর কাজ করাতে ছিলাম। হঠাৎ অভিযুক্ত ১নং আসামি হোসাইন মহিন প্রকাশ রবিনের নেতৃত্বে ডাকাতি মামলার আসামি ফারুকসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে এসে আমাকে ও আমার স্বামীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ঘরের দরজা ভেঙে আলমারি থেকে টাকা ও জায়গার কাগজপত্র নিয়ে চলে যায় এবং তারা বাড়ির চারপাশে রোপণ করা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধী ও সবজি গাছ কেটে ফেলে। এ ঘটনায় আমার ৬ লাখ টাকার ক্ষতিসাধন করেছে সন্ত্রাসীরা। তিনি আরও বলেন, অভিযুক্ত আসামিদের এক আত্মীয় পুলিশের এএসআই হওয়াতে তার নির্দেশে আমাদের জায়গা দখলের চেষ্টা করে যাচ্ছে। সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, দু’পক্ষই মারামারি করেছে এবং দুই পক্ষ ২টি মামলা করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]