খেলা
৬৩ বছরের রেকর্ড ভাঙলেন ‘বুড়ো গোলদাতা’ জিরু
স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার
উয়েফা নেশনস লীগের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। বৃৃহস্পতিবার রাতে স্তাদে দি ফ্রান্সে কিলিয়ান এমবাপ্পের গোলে লিড নেয়ার পর স্বাগতিকদের পক্ষে দ্বিতীয় গোলটি করেন অলিভিয়ের জিরু। এতে ফ্রান্স জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্র্ড গড়েন এসি মিলান স্ট্রাইকার। ঘরের মাঠে গোটা ম্যাচে অস্ট্রিয়াকে চাপে রাখে ফ্রান্স। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে ২২টি শট নেয় স্বাগতিকরা। অস্ট্রিয়া মাত্র ৪ বার ফ্রান্সের গোলমুখে প্রচেষ্টা চালানোর সুযোগ পায়। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬তম মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। অলিভিয়ে জিরুর পাসে চোখ ধাঁধানো গোলে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। ৬৫তম মিনিটে অঁতোয়ান গ্রিজম্যানের নিখুঁত ক্রস থেকে গোল করে ব্যবধান বাড়ান জিরু। আন্তর্জাতিক ফুটবলে ১১২ ম্যাচে তার গোলসংখ্যা ৪৯। আর মাত্র ২ গোল করলেই ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অঁরিকে ধরে ফেলবেন তিনি। ফ্রান্সের জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডও গড়েছেন জিরু। ৩৫ বছর ৩৫৭ দিন বয়সে গোলটি করেছেন জিরু। ফ্রান্সের জার্সিতে এটাই সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড। আগের রেকর্র্ডটি ছিল ফ্রান্সের হয়ে ১৯৫৮ বিশ্বকাপ খেলা ডিফেন্ডার রজার মার্শের। ১৯৫৯ সালে স্পেনের বিপক্ষে ৩৫ বছর ২৮৭ দিন বয়সে গোল করেছিলেন মার্শ। অর্থাৎ, ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন জিরু। এই ম্যাচের আগে ২ হার ও ২ ড্রয়ে গ্রুপ ‘এ১’-এ বাজে অবস্থা ছিল ফ্রান্সের। অস্ট্রিয়ার বিপক্ষে হারলে অবনমন হতো এমবাপ্পেদের। স্বস্তির জয়ে কিছুটা হলেও সুবিধাজনক স্থানে রয়েছে দিদিয়ের দেশমের দল। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘এ১’ গ্রুপের তিনে ফ্রান্স। গ্রুপের অন্য ম্যাচে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ক্রোয়াটরা। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ডেনমার্ক।