খেলা
৬৩ বছরের রেকর্ড ভাঙলেন ‘বুড়ো গোলদাতা’ জিরু
স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার
উয়েফা নেশনস লীগের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। বৃৃহস্পতিবার রাতে স্তাদে দি ফ্রান্সে কিলিয়ান এমবাপ্পের গোলে লিড নেয়ার পর স্বাগতিকদের পক্ষে দ্বিতীয় গোলটি করেন অলিভিয়ের জিরু। এতে ফ্রান্স জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্র্ড গড়েন এসি মিলান স্ট্রাইকার। ঘরের মাঠে গোটা ম্যাচে অস্ট্রিয়াকে চাপে রাখে ফ্রান্স। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে ২২টি শট নেয় স্বাগতিকরা। অস্ট্রিয়া মাত্র ৪ বার ফ্রান্সের গোলমুখে প্রচেষ্টা চালানোর সুযোগ পায়। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬তম মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। অলিভিয়ে জিরুর পাসে চোখ ধাঁধানো গোলে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। ৬৫তম মিনিটে অঁতোয়ান গ্রিজম্যানের নিখুঁত ক্রস থেকে গোল করে ব্যবধান বাড়ান জিরু। আন্তর্জাতিক ফুটবলে ১১২ ম্যাচে তার গোলসংখ্যা ৪৯।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]