ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

রওশনের বার্তা ,‘আমার ওপর চাপ নেই, পুরোপুরি সুস্থ আছি’

স্টাফ রিপোর্টার
১১ সেপ্টেম্বর ২০২২, রবিবার
mzamin

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, ‘আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ; আমার ওপর কোনো  ধরনের চাপ নেই। যারা আমাকে বারবার অসুস্থ বলে প্রচার করছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা দরকার।’ থাইল্যান্ডে চিকিৎসাধীন রওশন এরশাদ শনিবার বিবৃতিতে এসব কথা বলেন। একইসঙ্গে তার ডাকা সম্মেলন সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এর আগে গত ৩১শে আগস্ট রওশন এরশাদ নিজেকে প্রস্তুতি কমিটির আহ্বায়ক ঘোষণা করে দলের নতুন নেতৃত্ব নির্বাচনে সম্মেলনের ডাক দেন। পরদিন জাপা’র সংসদীয় দল রওশন এরশাদকে সরিয়ে দলীয় চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করে স্পিকারকে চিঠি দেয়। বিরোধীদলীয় নেতা হিসেবে এখনো স্পিকারের স্বীকৃতি পাননি জিএম কাদের।  বিবৃতিতে রওশন এরশাদ বলেছেন, যারা আমাকে বারবার অসুস্থ বলে প্রচার করছে, তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা দরকার। তৃতীয় পক্ষের এজেন্ডা বাস্তবায়নের তথ্যও মিথ্যা ও বানোয়াট। দলীয় ও সংসদের কার্যক্রমে অংশ নিতে আমি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রয়েছি। বিবৃতিতে রওশন এরশাদ বলেন, দলের গঠনতন্ত্রের ২০ (১) উপধারার ক্ষমতা বলে আমি সম্মেলন ডেকেছি।

বিজ্ঞাপন
গত তিন বছর সারা দেশে জাতীয় পার্টির যে বেহাল দশা, অসংখ্য দক্ষ যোগ্য নেতাকর্মীর আর্তনাদ, আমাকে ব্যথিত করেছে। এরশাদের আদর্শে দলকে এগিয়ে নিতে সম্মেলনের ডাক দিয়েছি। তিনি বলেন, পল্লীবন্ধু খেতাব ও তার আদর্শকে সামনের দিকে এগিয়ে নিতে আল্লাহর অশেষ রহমত এবং লাখো লাখো নেতাকর্মীর দোয়ায় সম্পূর্ণ সুস্থ হয়ে পার্টিকে রক্ষা করতেই দশম জাতীয় সম্মেলনের ডাক দিয়েছি। জাতীয় পার্টির সবাই আমার সন্তান, আত্মার পরম আত্মীয়। স্নেহের ছোট ভাই-বোন ও বন্ধুজন। তাই সব বিভেদ ও মতপার্থক্য এবং বিভ্রান্তি ভুলে গিয়ে পার্টির দশম জাতীয় সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আবারো উদাত্ত আহ্বান জানাই।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status