ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

ভোটে নতুন নেতৃত্ব সিলেট জেলা যুবদলে

ওয়েছ খছরু, সিলেট থেকে
১১ সেপ্টেম্বর ২০২২, রবিবার
mzamin

ভোটে নতুন নেতৃত্বে সিলেট যুবদল। এ নিয়ে সিলেটে বিএনপি পরিবারে ব্যাপক উদ্দীপনা। কাউন্সিলররা উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন। সন্ধ্যার পর থেকে   শুরু হয় ভোটগ্রহণ। চলে রাত পর্যন্ত। গতকাল শনিবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জেলা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ অনুষ্ঠিত হবে মহানগর যুবদলের সম্মেলন। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মহানগর যুবদলের নেতৃত্ব খুঁজে নেওয়া হবে।

বিজ্ঞাপন
এদিকে- সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন- বিএনপি’র ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনতার জোয়ার দেখে ফ্যাসিস্ট সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তাদের পায়ের তলার মাটি সরে গেছে। তারা এখন বিদেশে গিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য ধরনা দিচ্ছে। আমাদের নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলে গুলিবর্ষণ করে ৩ জন ভাইকে শহীদ করা হয়েছে। যুদ্ধে ব্যবহৃত চায়নিজ রাইফেল দিয়ে নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যা করা হয়েছে। 

এর সকল জবাব কড়ায়-গণ্ডায় দিতে হবে। তিনি বলেন, সিলেট হচ্ছে গুণীজনের স্মৃতি বিজড়িত পুণ্যভূমি। এই মাটির উন্নয়ন করেছেন, নেতৃত্ব দিয়েছেন মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খান, মরহুম এম. সাইফুর রহমান, গুম নামক কারাগারে আটক জননেতা এম. ইলিয়াস আলী। তাই যুবদলের সম্মেলনের মাধ্যমে নির্বাচিত নতুন নেতৃত্বের হাত ধরে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সিলেট থেকে আন্দোলনের নবযুগের সূচনা হবে। সিলেট থেকে সূচিত আন্দোলনেই ফ্যাসিস্ট সরকারের পতন হবে। সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ, সদস্য মিজানুর রহমান নেছার ও লিটন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন- যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু। এর আগে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ। এরপর জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আবুল কাহ্‌হের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।

 বিশেষ বক্তার বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান। সম্মেলনে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ্‌ সিদ্দিকী, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। সম্মেলনের প্রথম অধিবেশনে বিএনপি ও যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে, সম্মেলন ঘিরে যুবদল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। শনিবার সকাল থেকেই শত শত নেতা-কর্মী মিছিল সহকারে সম্মেলনস্থলে এসে হাজির হন। মিছিল, স্লোগানে সম্মেলনস্থলে উৎসবের আবহ বিরাজ করে। সম্মেলনস্থল রেজিস্ট্রারি মাঠে বড় আকারের প্যান্ডেল বসানো হয়। মাঠের চারপাশজুড়ে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড লাগানো হয়েছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের বড় বড় ছবিও শোভা পেয়েছে মঞ্চ ও স্টেজ জুড়ে। 

শেষ বিকালে রেজিস্ট্রারি মাঠে স্থাপিত কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এতে সভাপতি পদে এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাহেদ আহমদ চমন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে মকসুদ আহমদ, লিটন আহমদ ও নেছার আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন। রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গ্রহণ শেষে গণনা চলছিল। এদিকে- আজ মহানগর যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নগরীর  সোলেমান হলে সম্মেলন শেষে ভোটগ্রহণ করা হবে। যুবদলের কেন্দ্রীয় নেতারা ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন। মহানগর যুবদলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কমিটির সদস্য সচিব শাহ্‌ নেওয়াজ বক্ত তারেক, তোফাজ্জুল হোসেন বেলাল ও নজরুল ইসলাম। এছাড়া- সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক স্বপন, মীর্জা সম্রাট, উমেদুর রহমান উমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মতো মহানগরেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status