শেষের পাতা
বিয়ানীবাজার গ্যাসকূপে পুনঃখনন শুরু
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১১ সেপ্টেম্বর ২০২২, রবিবার
চলমান গ্যাস সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে সিলেট গ্যাস ফিল্ড লি.। একই সঙ্গে সকল পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চালাচ্ছে জরিপও। এতে যেখানেই গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে কাজ শুরু করা হচ্ছে। তেমনি একটি কূপ সিলেটের বিয়ানীবাজার গ্যাসকূপ-১। গতকাল ওই কূপে আনুষ্ঠানিক পুনর্খনন কাজ শুরু করা হয়েছে। এসজিএফএল কর্তৃপক্ষ আশাবাদী এই কূপ থেকে আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। এতে প্রতিদিন জাতীয় গ্রীডে আরও ৭ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। দেশি প্রতিষ্ঠান বাপেক্স এই কূপ পুনর্খনন বা ওয়ার্কওভার কাজ করছে। বিয়ানীবাজারে রয়েছে সিলেট গ্যাস ফিল্ড লি’র দুটি গ্যাস কূপ। এরমধ্যে ২০১৭ সালে পাইপে পানি আসার কারণে ওই গ্যাসকূপটি বন্ধ করে দেয়া হয়েছিল। কূপটি চালু হয়েছিল ১৯৯৯ সালে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ওই গ্যাসকূপের উদ্বোধন করেন।
এরপর থেকে সচল থাকে ওই কূপটি। হঠাৎ করে গ্যাসের চাপ কমে আসার কারণে কূপটি বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে জরিপের মাধ্যমে ওই কূপে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। এরপর সিদ্ধান্ত নিয়ে কূপটি পুনঃখনন প্রক্রিয়া শুরু করা হয়। গতকাল আনুষ্ঠানিকভাবে এ গ্যাসক্ষেত্রে পুনর্খননের কাজ শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট গ্যাস ফিল্ড লি. এর এমডি মিজানুর রহমান ও বাপেক্স এমডি মোহাম্মদ আলী। সিলেট গ্যাস ফিল্ডের এমডি মিজানুর রহমান জানিয়েছেন, এই গ্যাসকূপের পুনর্খনন কাজ ডিসেম্বরে শেষ হওয়ার কথা। কিন্তু তার আগেই কাজ শেষ হয়ে যাবে। আশা করা যাচ্ছে- এই গ্যাসকূপ থেকে প্রতিদিন ৭ থেকে ১০ মিলিট ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।