ভারত
আজ মোদি-হাসিনার দিল্লি শীর্ষ বৈঠকের দিকে নজর ভারতীয় মিডিয়ার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৪ অপরাহ্ন

আর কিছুক্ষণের মধ্যে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় মিডিয়া বিশেষ করে বাংলার মিডিয়ার নজর এখন এই শীর্ষ বৈঠকের দিকে। নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার বৈঠকে দুদেশের মধ্যে বয়ে যাওয়া ৫৪টি নদীর পানি বন্টন যেমন অগ্রাধিকার পাবে, তেমনই দু’দেশের মধ্যে শিল্প ও বাণিজ্যর অবাধ, মুক্ত বিনিময় প্রথা চালুর বিষয়ে কথা হবে। দুদেশের প্রতিরক্ষা সমঝোতার বিষয়েও সিদ্ধান্ত হবে। এই জায়গাটিতেই ভারতীয় তথা বাংলার মিডিয়ার আগ্রহ। সম্প্রতি পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার একটি আন্তর্জাতিক সমস্যা। বাংলায় এই গরু পাচার নিয়ে তুলকালাম চলছে। ভারত ও বাংলাদেশের মধ্যে কিলোমিটারের পর কিলোমিটার পোড়াস বর্ডার আছে। এই নিয়ে শেখ হাসিনার মানসিকতা কি, প্রধানমন্ত্রী মোদি বিষয়টি তোলেন কি-না, তা জানার জন্য মুখিয়ে আছে মিডিয়া। দৈনন্দিন গরু পাচারের ফলে দুই দেশ যে আর্থিক ক্ষতির মুখে পড়ছে তা নিয়ে আলোচনা হলে তা ভারতীয় মিডিয়ার খাদ্য।
শেখ হাসিনা অবশ্য ঢাকা ছাড়ার আগে বলে এসেছেন, কেউ বাংলাদেশের শত্রু নয়। আমরা মৈত্রীর বাণী নিয়ে হাজির থাকবো বিশ্বের দরবারে। ভারত - চীনের সম্পর্ক তাদের আভ্যন্তরীণ ব্যাপার। এই বিষয়ে বাংলাদেশের কিছু বলার নেই, কিছু করারও নেই।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]