খেলা
বাংলাদেশে এসিসি বৈঠকে থাকতেও আপত্তি ভারতের
স্পোর্টস রিপোর্টার
(১৫ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশে ১৭ই থেকে ৩১শে আগস্ট পর্যন্ত ছয়টি সাদা বলের ম্যাচ খেলার কথা ছিল ভারতের। আন্তর্জাতিক ব্যস্ততা ও ঠাসা সূচিকে কারণ হিসেবে দেখিয়ে সেই সিরিজ এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্তের পেছনে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতাকে অন্যতম কারণ মনে করা হচ্ছে। শুধু এই সফর স্থগিত নয়, ঢাকায় আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে যোগ দিতে আপত্তি জানিয়েছে ভারত।
আগামী ২৪শে জুলাই ঢাকায় এসিসি বৈঠক হওয়ার কথা। কিন্তু বিসিসিআই ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে। ভেন্যু না সরানো হলে তারা বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছে। বিভিন্ন সূত্রে একাধিক ভারতীয় গণমাধ্যম এমন প্রতিবেদন লিখেছে। আরেকটি প্রতিবেদনে এসেছে, ভারত আপত্তি জানালেও ঢাকাতেই হবে বৈঠক। কোনও বোর্ড সদস্য যদি সেখানে উপস্থিত থাকতে না পারেন, তাহলে অনলাইনে যোগ দিতে পারবেন।
এই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ চলবে। বর্তমানে এসিসি’র প্রধান পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভী। সেক্ষেত্রে তিনিও এই সিরিজে থাকতে পারেন। তারই ফাঁকে এশিয়ান ক্রিকেটের শীর্ষ সংস্থা তাদের সদস্যদের নিয়ে বৈঠক করে ফেলবে। এ কারণে ঢাকা থেকে বৈঠক অন্য কোথাও সরানোর সুযোগ খুব ক্ষীণ। এই বৈঠকেই আসন্ন এশিয়া কাপ নিয়ে ঘোষণা আসতে পারে।
পাঠকের মতামত
যারা হাসিনাকে মানুষ খুন করতে সহযোগিতা করেছে , তারা আসবে কোন মুখে ? নুন্যতম লজ্জাবোধ তো থাকা দরকার।
They can go to h*e*l*l.