খেলা
'জঘন্য' ব্যাটিংয়ে ১৫৪ রানে থামলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(১৬ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০৬ অপরাহ্ন

পারভেজ হোসেন ইমন শুরুটা করে দিয়েছিলেন। কিন্তু এরপর পথ হারানো বাংলাদেশ থামলো মাত্র ১৫৪ রানে। নাঈম শেখ আর মেহেদী হাসান মিরাজের শম্ভুক গতির ইনিংস বাংলাদেশকে এনে দিতে পারেনি বড় সংগ্রহ।
লিটনের পথ ধরলেন ইমন, বিপদে বাংলাদেশ
ভালো শুরুর পর পুরোনো রোগে আক্রান্ত হলো বাংলাদেশ। ৫ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে আচমকা বিপদে পড়েছে টাইগাররা।
৬ ওভারে বাংলাদেশ ৫৪/১
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাওয়ারপ্লেটা দারুণ কাটলো বাংলাদেশের। তানজীদ হোসেন তামিম ফিরলেও আরেক ওপেনার ইমনের ব্যাটে ঝড়ো শুরু পেয়েছে টাইগাররা। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান।
ভালো শুরুর পর তামিমকে হারালো বাংলাদেশ
একপ্রান্তে যখন পারভেজ হোসেন ইমন স্বাচ্ছন্দ্যে স্কোরবোর্ডে রান বাড়াচ্ছেন তখন অন্যপ্রান্তে ধুঁকছিলেন তানজীদ হাসান তামিম। শেষ পর্যন্ত ফিরে গেলেন তিনি। ফেরার আগে ১৬ রান করেন তিনি। নতুন ব্যাটার অধিনায়ক লিটন কুমার দাস।
ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৪ মাস পর একাদশে সাইফউদ্দিন
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিন ১৪ মাস পর মাঠে ফিরছেন আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে।
সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাদের জায়গায় এসেছেন মোহাম্মদ নাঈম, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ- লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ-পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিত আসালঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ তিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্দো।
পাঠকের মতামত
লিটনের মধ্যে এমন কি আছে যা জাকিরের মাঝে নাই। ধারাবাহিক ব্যার্থতার পরো তাকেই খেলাতে হবে। বেশিরভাগ খেলোয়াড় এর মধ্যে খেলার প্রতি আন্তরিকতা নাই বললেই চলে। এভাবে খেলে ম্যাচ জেতা যাই না। খেলার উন্নতি করতে চাইলে বিসিসিবি কে নতুন ভাবে ভাবতে হবে।
ঠন ঠন ড্যাশ এলো আর গেল।