খেলা
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা করে নিলো ক্রোয়েশিয়া
মানবজমিন ডিজিটাল
(১৮ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

গত কয়েক মাস ধরে ফুটবল জগতে অসাধারণ কিছু অ্যাকশন দেখা গেছে। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মঞ্চে ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬ বাছাইপর্ব, কনফেডারেশনের শোপিস এবং বেশ কয়েকটি প্রীতি ম্যাচ। ফিফা পুরুষদের বিশ্ব র্যাঙ্কিংয়ের গত সংস্করণ প্রকাশিত হওয়ার পর থেকে বিশ্বজুড়ে ২০০টিরও বেশি জাতীয় দল মুখোমুখি লড়াই করেছে এবং সেই ম্যাচগুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে তাদের ছাপ ফেলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইতালিকে পেছনে ফেলে ক্রোয়েশিয়ার এক ধাপ এগিয়ে শীর্ষ দশে ফিরে আসা। তালিকায় পর্তুগাল (৬ষ্ঠ ) এবং নেদারল্যান্ডস (সপ্তম পতন) স্থানে রয়েছে, যেখানে অষ্টম স্থানে থাকা বেলজিয়ামের কোনো পরিবর্তন হয়নি। বরং এখন জার্মানি নবম স্থানে থেকে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তবে শীর্ষে কোনও পরিবর্তন হয়নি। ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ বিজয়ী আর্জেন্টিনা শীর্ষ অবস্থানে রয়ে গেছে, স্পেন দ্বিতীয় এবং ফ্রান্স তৃতীয়। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড এবং ব্রাজিল ক্রমান্বয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। কনকাকাফ গোল্ড কাপের ফাইনালিস্ট যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সেরা দল হয়ে উঠেছে মেক্সিকো ।
এদিকে, সেনেগাল ও সুইজারল্যান্ড শীর্ষ ২০-এ তাদের স্থান নিশ্চিত করেছে। বেশ কয়েকটি দল পাঁচ ধাপ এগিয়েছে, যার মধ্যে রয়েছে নরওয়ে,প্যারাগুয়ে, উত্তর মেসিডোনিয়া এবং জাম্বিয়া। কিন্তু কোস্টারিকা তাদের পেছনে ফেলে দিয়েছে। কনকাকাফের শোপিসে সেমিফাইনালিস্ট হন্ডুরাস এবং গুয়াতেমালা তাদের দুর্দান্ত পারফর্মেন্সের কারণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।এশিয়ার টিমগুলোও নজরে পড়ার মতো। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ,হংকং, চীন এবং লাওস এগিয়ে রয়েছে। বারমুডা এবং গ্রেনাডা উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে।
সূত্র : ফিফা
পাঠকের মতামত
সাথে বাংলাদেশ এর অবস্থান টাও জানিয়ে রাখলে ভালো হতো।