শেষের পাতা
ভোটের প্রতীক হবে না শাপলা, ইসি’র সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক শাপলাকে ব্যবহার না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আব্দুর রহমানেল মাছউদ বলেন, জাতীয় প্রতীক শাপলা ও জাতীয় পতাকার বিষয়ে সুস্পষ্ট আইনে বলা রয়েছে। সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার কথা বলা হয়েছে। এ দুটোর মর্যাদা অক্ষুণ্ন রাখার জন্য আইন করা হয়েছে, একটা বিধিমালা করা হয়েছে। প্রস্তাবিত নতুন প্রতীক তালিকার বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা তুলে ধরে তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি শাপলা প্রতীক তফসিলে থাকবে না। জাতীয় প্রতীকের কারণেই মূলত এ সিদ্ধান্ত।
এদিকে, এর আগে নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করে। একই সঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নিবন্ধনের সময় আবেদন করেছে। শাপলা জাতীয় প্রতীক হওয়ায় কোনো রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রতীক হিসেবে তা বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যে এমন সিদ্ধান্ত নিলো এ এম এম নাসির উদ্দিন কমিশন।
ওদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার আগের ৬৯টি থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করার কথা ভাবছে ইসি। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক তালিকার তফসিল সংশোধন করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে শিগগিরই পাঠানো হবে।
পাঠকের মতামত
দয়া করে অপ্রয়োজনীয় বিষয় তৈরি করো না ভাই। দয়া করে ওদের শাপলা দাও। BAL (বাল) তাদের বাল (BAL) জনগণের হাতে সম্পূর্ণ বাংলাদেশ তুলে দিয়েছে। ভুয়া ব্যাখ্যা দিও না। You people worked under BAL government ruling. You people agreed everything with BAL government.
Please don't create unnecessary issues brother. Please give them SHAPLA. BAL given complete Bangladesh to their BAL PEOPLE'S. Don't give bogus explanation.
শাপলা জাতীয় প্রতীক, ধানের শীষ জাতীয় প্রতীক নয়। শাপলা দাঁড়িপাল্লা কোন রাজনৈতিক দলকে প্রতীক হিসাবে বরাদ্দ দেয়ে উচিৎ নয়। দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক, তাই কোন দলকে ন্যায়ের প্রতীক বরাদ্দ দেয়া যাবেনা।
DHANER SHISH JATIO PROTIK NOY,SHAPLA JATIO PROTIK,BUJTE HOBE.
, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে স্বীকৃতি না পায়, তাহলে ধানের শীষও প্রতীক হিসেবে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। ‘শাপলা’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা অগ্রহণযোগ্য [