খেলা
বার্সেলোনা নয় মেসির ভাবনায় শুধুই বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২২, শুক্রবার
লিওনেল মেসিকে ছেড়ে দিয়ে নিজেদের ভুল ভালোভাবেই বুঝতে পারছে বার্সেলোনা। আর্জেন্টাইন তারকাকে ন্যু ক্যাম্পে ফেরাতে তাই মরিয়া কাতালান ক্লাবটি। সভাপতি হোয়ান লাপোর্তা ও কোচ জাভি হার্নানদেজ সরাসরিই মেসিকে ফেরানোর কথা বলছেন। কিন্তু মেসি নিজে কী চান? ১লা সেপ্টেম্বর শেষ হবে লা লিগার গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো। গত সপ্তাহে স্প্যানিশ সাংবাদিক গুইলেমে বালাগে জানান, দলবদল মৌসুম বন্ধের আগেই মেসিকে দলে টানতে চায় বার্সেলোনা। স্পেনের আরেক সাংবাদিক জেমা সোলার সংবাদমাধ্যম ইএসপিএন এফসি’র ইউটিউবে দাবি করেছেন, বার্সা-মেসি সম্পর্ক আগের চাইতে অনেক ভালো অবস্থায় এখন। সম্ভবত আগামী গ্রীষ্মে ন্যু ক্যাম্পে ফিরে যেতে পারেন ৭ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্তও একই কথা বলছে। কিন্তু স্পোর্তের খবর, এই মুহূর্তে দল বদলের চিন্তা করছেন না মেসি। তার সব মনোযোগ কাতার বিশ্বকাপে। নভেম্বরে ২০২২ বিশ^কাপ। হাতে খুব বেশিদিন সময় নেই। সম্ভবত আর্জেন্টিনার জার্সিতে ওটাই হবে তার শেষ বিশ^কাপ। বুটজোড়া তুলে রাখার আগে কোনো ঝামেলা চাইছেন না মেসি। আর বার্সেলোনা ছাড়ার পর মেসির জাতীয় দলের পারফরম্যান্সে কোনো ভাটা পড়েনি; বরং এখন আর্জেন্টিনাতেই বেশি মনোযোগ তার। গত বছর আলবিসেলেস্তেদের আমেরিকা ট্রফি জেতান এমএলটেন। এটি ছিল ২৮ বছরে আর্জেন্টিনার প্রথম কোনো বড় শিরোপা। পিএসজিতে গত মৌসুম বাজে কাটলেও এবার শুরুটা দারুণ হয়েছে মেসির। তিন ম্যাচে তিন গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন তিনি। ফরাসি সুপার কাপে নঁতের বিপক্ষে এক গোল করে শিরোপা জয়ে ভূমিকা রাখেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লেরমঁ ফুটের বিপক্ষে পিএসজির প্রথম লিগ ওয়ান ম্যাচেই পান জোড়া গোলের দেখা। ওই ম্যাচে বাইসাইকেল কিকে গোল করে তাক লাগিয়ে দেন বিশ^কে। মঁপিলিয়ের বিপক্ষে পরের ম্যাচে ৫-২ গোলের বড় জয় পায় পিএসজি।
মেসি নিজে গোল না পেলেও সুযোগ তৈরিতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২১শে আগস্ট লিলের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে পিএসজি।