বাংলারজমিন
জলঢাকায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, শুক্রবার
নীলফামারীর জলঢাকায় পৈতৃক সম্পত্তি জবর দখলের পাঁয়তারা ও একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী অসহায় পরিবার। গতকাল উপজেলাধীন মীরগঞ্জ কলেজ পাড়ার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পরিবারটির বড় ছেলে রাশেদুল ইসলাম (৩০)। লিখিত বক্তব্যে বলা হয়, আমার বাবার চাচ তো ভাই সম্পত্তির লোভে বশীভূত হয়ে পৈতৃক সূত্রে পাওয়া ও বাবার ক্রয়কৃত জমিতে এলাকার চিহ্নিত ভূমিদস্যু, লোভী আমার চাচা কিছু প্রতিবেশীকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে ভূমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৫ বছর ধরে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে আমার পরিবারকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাশেদুল ইসলামের বাবা, মাসহ পরিবারের অন্য সদস্যবৃন্দ। সম্মেলনে রাশেদুলের বাবা অলিয়ার রহমান আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, আমি পরিবারটির ৩ বেলা অন্ন যোগান দিতে পারি না তারপরেও একের পর এক মামলা দিয়ে ৫ বছর ধরে আমার পরিবারকে সর্বস্বান্ত করে দিয়েছে। বিচার চেয়েছি! মীরগঞ্জ থানা তদন্ত কেন্দ্রে বারবার তারা বিপক্ষের টাকা খেয়ে আমার ও পরিবারের উপরে মামলা চাপিয়ে দিচ্ছে একের পর এক। এরই পরিপ্রেক্ষিতে পরিবারটি উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনিক দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচারের আশায় আশু হস্তক্ষেপ কামনা করছে।