ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

সার্ভেয়ারকে দেয়া ঘুষের টাকা ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৪ জুন ২০২৫, মঙ্গলবার

 সিরাজগঞ্জের শাহজাদপুর ভূমি অফিসের সার্ভেয়ার মো. জাকিরুল ইসলামকে দেয়া উৎকোচের টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন একজন ভুক্তভোগী। এমন আবেদনের কপি সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। আবেদনকারী উপজেলার করশালিকা গ্রামের আব্দুল হাই সরকারের ছেলে মো. গোলাম হোসেন। তিনি গত ২৯শে এপ্রিল ঘুষের টাকা ফেরত চেয়ে আবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। তিনি জানান, অভিযোগটি সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে। তবে দুই মাস পার হলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেননি তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার করশালিকা এবং চরধুনাইল গ্রামের সর্বসাধারণের নিজ অর্থে রাস্তা নির্মাণের জন্য করতোয়া নদী খননের বালির প্রয়োজনে শাহজাদপুর ভূমি অফিসের সার্ভেয়ার জাকিরুল ইসলামের কাছে গ্রামবাসীর পক্ষে যান গোলাম হোসেন। একপর্যায়ে সরজমিন পরিদর্শন করে গ্রামবাসীর পক্ষে প্রতিবেদন দিতে ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন জাকিরুল। বিকল্প কোনো উপায় না থাকায় গোলাম হোসেন উৎকোচ প্রদান করেন। কিন্তু উৎকোচ দিয়েও ভূমি অফিস থেকে গ্রামবাসীর পক্ষে প্রতিবেদন দেয়া হয়নি। এ কারণে উৎকোচের টাকা ফেরত চেয়ে গত ২৯শে এপ্রিল শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন ভুক্তভোগী। এ বিষয়ে গোলাম হোসেন মুঠোফোনে বলেন, তার এলাকায় নদী খননের বালি নিয়ে চলছে হরিলুট। কেউ কেউ হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। অথচ জনগণের নিজস্ব টাকায় নিজেদের চলাচলের রাস্তা তৈরি করার জন্য ৫০ হাজার টাকা ঘুষ দিয়েও কোনো কাজ হয়নি। এখন ঘুষের টাকাও ফেরত দিচ্ছে না। 
এ ব্যাপারে অভিযুক্ত সার্ভেয়ার জাকিরুল ইসলাম বলেন, কেউ যদি আমার নামে মিথ্যা অভিযোগ দেয় তাহলে আমি কি করতে পারি। আল্লাহ্র নামে সাক্ষী রেখে বলছি, একটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দিয়েছে আমার বিরুদ্ধে। এদিকে, ঘটনা তদন্তকারী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান জানান, ঘুষের টাকা ফেরতের অভিযোগটি এখনো তদন্তাধীন রয়েছে। দুই-একদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status