বাংলারজমিন
লোহাগড়ায় অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
২৪ জুন ২০২৫, মঙ্গলবারনড়াইলের লোহাগড়ায় একজন অজ্ঞাত নারীর কঙ্কাল বিশেষ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রাম ও দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের মধ্যবর্তী বিলে কঙ্কালটি উদ্ধার করা হয়। জানা যায়, দুপুরে বিলে ফসলি জমির তিল কাটতে গিয়ে একটি অজ্ঞাত মানুষের হাড় ও মাথার খুলিসহ বিভিন্ন অংশ বিশেষ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করেন। এ ঘটনায় এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কঙ্কালের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।