বাংলারজমিন
বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
২৪ জুন ২০২৫, মঙ্গলবারদেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা উত্তোলন সাময়িক বন্ধ। খনির ভূগর্ভের ১৩০৫নং ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় গতকাল সকাল থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। নতুন ১৪০৬নং ফেইজের উন্নয়ন কাজ শেষে চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আবারো কয়লা উত্তোলন শুরু করার আশা প্রকাশ করছেন খনি কর্তৃপক্ষ।
জানা গেছে, চলতি বছরের ২৩শে জানুয়ারি থেকে ১৩০৫নং ফেইজের কয়লা উত্তোলন শুরু হয়। ফেইজের নানা চড়াই-উতরাই এবং চ্যালেঞ্জ মোকাবিলা করে ২৩শে জুন সফলভাবে কয়লা উত্তোলন শেষ হয়। ২৪শে জুন সকাল থেকে ১৪০৬নং ফেইজের উন্নয়নমূলক কাজ শুরু করা হবে। উন্নয়নমূলক কাজ শেষে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আবারো নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হবে বলে আশা প্রকাশ করছেন খনি কর্তৃপক্ষ। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)-এর মহাব্যবস্থাপক (মাইনিং) খান মোহাম্মদ জাফর সাদিক বলেন, খনির কয়লা উত্তোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নতুন ফেইজ তৈরি করতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ করতে হয়। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ সচল রাখার জন্য আপৎকালীন মজুত হিসেবে কয়লা ইয়ার্ডে ৪ লাখ ৭০ হাজার টন কয়লা মজুত রয়েছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকার বলেন, এটি খনির ধারাবাহিক কাজের অংশ। অতিদ্রুত উন্নয়ন কাজ শেষ করে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করা হবে।