বিনোদন
শুভ-সামজের ‘রূপ নগরের রানী’
স্টাফ রিপোর্টার
৭ মে ২০২২, শনিবার
এই ঈদে ভিন্নধর্মী একটি গান নিয়ে হাজির হয়েছেন চলতি সময়ের জনপ্রিয় শিল্পী কাজী শুভ ও সামজ। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন কাজী শুভ। সংগীতায়োজন করেছেন মোহাম্মদ রাফি। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে ভিডিওসহ গানটি প্রকাশ হয়েছে। মজার বিষয় হলো এ গানটিতে র্যাপ অংশটি গেয়েছেন সামজ। এর আগে এ রকম ভাবে তাকে কোনো গানে তেমন একটা দেখা যায়নি। গানটির ভিডিও পরিচালনা করেছেন পাভেল মাহমুদ জয়।