বিনোদন
প্রকাশ হলো ‘আগুনের সাথে বসবাস’ এর দ্বিতীয় খণ্ড
স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
দেশের কিংবদন্তি গীতিকবি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজীও একসময় চলচ্চিত্র প্রযোজনা করেছেন। ছিলেন একজন গুণী উপস্থাপিকাও। স্বামীর মৃত্যুর পর তিনি দীর্ঘ দাম্পত্য জীবন ও কর্ম নিয়ে ‘আগুনের সাথে বসবাস’ শিরোনামের একটি বই প্রকাশ করেছিলেন। এবার এর দ্বিতীয় খণ্ড প্রকাশ পেলো। বইটি প্রকাশ করেছে ‘জার্নিম্যান’ প্রকাশনী। এবারের বইটি মূলত গাজী মাজহারুল আনোয়ারের ৬০ ও ৭০ দশকের কর্মজীবন নিয়ে লেখা। আগামী ২০শে মে রাজধানীর তেজগাঁওয়ের ক্রিমসন কাপ- এ বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় জোহরা গাজীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- তার কন্যা ও সংগীতশিল্পী দিঠি আনোয়ার, পুত্র সারফারাজ আনোয়ার উপল (ক্রিমসন কাপ’র কর্ণধার), দিঠির স্বামী ও পূবালী ব্যাংকের পরিচালক আরিফ আহমেদ চৌধুরী, শ্বশুর ও সিলেটের প্রাক্তন সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরীসহ পরিবারের সদস্যবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন- জার্নিম্যান প্রকাশনীর কর্ণধার তানভীর হোসেন, চলচ্চিত্র তারকা বাপ্পারাজ, নাঈম, সম্রাট, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, অনুপমা মুক্তি, মমিন বিশ্বাস, অপুসহ অনেকে। জোহরা গাজী বলেন, বইটির দ্বিতীয় খণ্ড নিয়ে অনেকেরই আগ্রহ ছিল। অবশেষে বইটি প্রকাশ করলাম। গাজী মাজহারুল আনোয়ারের কর্মজীবন সম্পর্কে অনেক অজানা কথা এ বইয়ের মাধ্যমে সবাই জানতে পারবে। সবার প্রতি কৃতজ্ঞতা আজকের অনুষ্ঠানে এসে আমাকে সম্মানিত করার জন্য। এ প্রসঙ্গে সংগীতশিল্পী দিঠি আনোয়ার বলেন, আব্বু এবং আম্মুর দাম্পত্য জীবন নিয়ে আম্মুর লেখা ‘আগুনের সাথে বসবাস’ বইটি পাঠকের মধ্যে বেশ সাড়া ফেলে। অনেকেই বারবার জিজ্ঞেস করেছিলেন যে, দ্বিতীয় খণ্ড কবে আসবে। তাদের জন্যই মূলত দ্বিতীয় খণ্ড প্রকাশের ব্যবস্থা করা হলো। আম্মুর লেখা আমারও ভীষণ ভালো লাগে। প্রথম বইটি পড়ে আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। এবারেরটিও তাই। গাজী মাজহারুল আনোয়ার সম্পর্কে অনেক অজানা কথা জানতে পারবে মানুষ এই বইয়ের মাধ্যমে। বইটির পেছনে অনেক শ্রম দিয়েছেন সংগীতশিল্পী মমিন বিশ্বাস। তার প্রতি ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি। সবমিলিয়ে বলা চলে, আমরা তার সন্তান ও পরিবারের সদস্যরা একটি আর্কাইভ তৈরি করছি বাবার, যেখান থেকে তরুণ প্রজন্ম আমার বাবা এবং দেশের সংগীত ও সিনেমা জগৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।