বিনোদন
এ কোন ইরফান সাজ্জাদ
স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
চরিত্রের প্রয়োজনে অভিনেতা-অভিনেত্রীরা কতো কিছুই না করেন! তেমনইভাবে অভিনেতা ইরফান সাজ্জাদ এবার হাজির হয়েছেন একেবারেই ভিন্নরূপে। গল্পের প্রয়োজনে সাজ-পোশাক, চালচলনে তিনি হয়ে গেলেন পুরোদস্তুর নারী! নির্মাতা সাজিন আহমেদ বাবু ‘সিনথিয়া ফ্যাশন’ নামে একটি নাটক নির্মাণ করছেন। সেখানেই তাকে এমন নারীরূপে দেখা যাবে। সম্প্রতি ইরফান এমন সাজে একটি ভিডিও শেয়ার করে ফেসবুকে লিখেন, আপুটা জোস!