বিনোদন
কানে নজর কাড়লেন অন্তঃসত্বা রিহানা
বিনোদন ডেস্ক
(১ দিন আগে) ২১ মে ২০২৫, বুধবার, ১২:১৩ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১৩ মে) কানের ৭৮তম আসর শুরু হয়েছে ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভাল ভবনে। বিশ্বের নামিদামি সব তারকারা হাঁটছেন কানের লাল গালিচায়। এবার বিশ্বখ্যাত পপ তারকা রিহানা হাজির হলেন ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে। সঙ্গী ছিলেন স্বামী র্যা পার রকি। বৃষ্টি উপেক্ষা করে রেড কার্পেটে হেঁটেছেন তারা। ‘হাইয়েস্ট টু লোয়েস্ট' সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে আসা তাদের। রেড কার্পেটের মঞ্চে তখন রিহানার ২০১৬ সালের হিট গান ‘ওয়ার্ক’ বাজছিল। গানের সুরে সুরে অন্তঃসত্বা রিহানা ও রকি ক্যামেরার সামনে দিলেন পোজ। ছুড়ে দিলেন উড়ন্ত চুম্বন। প্রথম দৃষ্টিতেই নজর কাড়ে রিহানার পোশাক। আকাশি রঙের দীর্ঘ গাউন পরেছিলেন তিনি। তুলে ধরেন গর্ভাবস্থার সৌন্দর্য। এটি রিহানা-রকির তৃতীয় সন্তান। খবরটি মে মাসের শুরুতে মেট গালায় জানান তারা।