বিনোদন
নতুন রূপে ‘শক্তিমান’
বিনোদন ডেস্ক
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
নব্বই দশকের ভারতীয় সিরিজ ‘শক্তিমান’ কোটি দর্শকের হৃদয় জয় করেছিল। শক্তিমান চরিত্রে মুকেশ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এবার নতুন ফরম্যাটে ফিরছে ‘শক্তিমান’। যেখানে মুকেশকে ফের পাওয়া যাবে শক্তিমানের ভূমিকায়, তবে খানিকটা অন্যভাবে। পকেট এফএমের নতুন অডিও সিরিজ ‘শক্তিমান’- এ কণ্ঠ দেবেন মুকেশ।