বিনোদন
ঈদে নিরবের ‘শিরোনাম’
স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তির হিড়িক নতুন কিছু নয়। আসছে ঈদুল আজহায় এরইমধ্যে প্রায় ১০টি সিনেমা মুক্তির ঘোষণা এসেছে। এবার নতুন করে যোগ হলো আরও একটি সিনেমা। নায়ক নিরব হোসেন অভিনীত এ ছবিটির নাম ‘শিরোনাম’। ছবিটি পরিচালনা করছেন অনিক বিশ্বাস। আসছে কোরবানির ঈদেই ছবিটি মুক্তি পাবে বলে জানালেন নায়ক। এদিকে, পরিচালক ও নায়ক- দু’জনই গতকাল ছবিটির পোস্টার প্রকাশ করেছেন। এতে নিরবকে বড় চুল, চোখে সানগ্লাসসহ বেশ আলাদা স্টাইলে দেখা গেছে। নিরব বলেন, নতুন গল্প নিয়ে আসছি। ‘শিরোনাম’ এ ইব্রাহিম চরিত্রে অভিনয় করেছি। এখনো অনেক চমক বাকি আছে। সময় হলে সব জানানো হবে ছবির টিম থেকে। তবে, আমি আশাবাদী এ ছবি নিয়ে। সিনেমাটির নির্মাতা অনিক বিশ্বাস বলেন, ঈদে আসছি। সেইভাবেই সিনেমাটির কাজ এগিয়ে চলছে। দুই-একদিনের মধ্যে সবকিছু জানাতে পারবো। সিনেমার গল্প জানতে চাইলে অনিক বিশ্বাস বলেন, কোনো কিছুই বলতে চাইছি না। তবে এটা বলতে পারি, এটা আমাদের গল্প। যে গল্প দর্শক দেখতে চায় পর্দায়। সেই রকম একটা গল্প থেকে ‘শিরোনাম’ বানানো হয়েছে। এই চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফি করেছেন বাংলাদেশের সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী। আর এতে প্লেব্যাক করেছেন আরফিন রুমি।