ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

মিলিটারি মিসাইল ড্রোন বানালেন মাধবদীর রাফি

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ২২ জুন ২০২৫, রবিবার, ৮:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩৩ অপরাহ্ন

mzamin

নিজস্ব মেধা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নরসিংদীর মাধবদীর তরুণ উদ্ভাবক রাফি হোসাইন। প্রযুক্তিগত প্রতিযোগিতার এই যুগে তিনি ও তার দল মিসাইল সিস্টেমযুক্ত একটি আধুনিক মিলিটারি ড্রোন উদ্ভাবন করে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন।

এর আগে, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ‘এক্সিডেন্ট প্রিভেনশন সিস্টেম’ এবং ২০২৪ সালে ‘জায়ান্ট মাল্টিপারপাস ড্রোন’ উদ্ভাবন করে রাফি জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন। ২০২৪ সালে জাতীয় পুরস্কার বিজয়ী তার উদ্ভাবিত আট ফুট দৈর্ঘ্যরে অক্টোকপ্টার মাল্টিপারপাস ড্রোনটি নিজস্ব প্রযুক্তিতে বাংলাদেশে নির্মিত সবচেয়ে বড় ড্রোনের স্বীকৃতি পায়। একই বছর ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে নরসিংদী জেলা প্রশাসন ড্রোনটির মাধ্যমে বৃহৎ সাইজের (৮*১৩.৪) একটি জাতীয় পতাকা আকাশে উড়িয়ে ব্যাপক প্রশংসা কুড়ান। ড্রোনটি বর্তমানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে শোভা পাচ্ছে। এবারের মেলায় প্রদর্শিত ‘মিসাইল সিস্টেম মিলিটারি ড্রোনটিও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে ড্রোনটির খবর প্রচারিত হলে সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে। আর এতে নেটিজেনদের প্রশংসায় ভাসেন রাফি। রাফির ড্রোনটি দুই ডানায় দ’ুটি মিসাইল বহন করতে সক্ষম এবং প্রায় ৪০ হাজার মিটার রেঞ্জে সার্ভিল্যান্স ও টার্গেটেড অ্যাটাক পরিচালনা করতে সক্ষম বলে তার দাবি। ড্রোনটি একনজর দেখতে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ড্রোনটি পরিদর্শন করেন সরকারের অন্তর্বর্তীকালীন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানাসহ বহু বিশিষ্ট ব্যক্তি। তারা উদ্ভাবকদের উৎসাহিত করেন এবং তাদের উদ্ভাবনকে দেশের প্রযুক্তিখাতে বড় সম্ভাবনা হিসেবে উল্লেখ করেন।

মাধবদী এসপি ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র রাফি বর্তমানে গ্রীন ইউনিভার্সিটিতে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। একইসঙ্গে তিনি ‘নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাব’র প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ ও গবেষণামূলক মনোভাব তাকে একের পর এক সফল উদ্ভাবনের পথে এগিয়ে নিয়েছে।
তার অন্যতম উদ্ভাবনের তালিকায় রয়েছে- সার্ভিল্যান্স ড্রোন, এগ্রিকালচারাল ড্রোন, ফায়ার ফাইটিং ড্রোন, স্পাইডার রোবট, জেট ইঞ্জিন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সিডেন্ট প্রিভেনশন সিস্টেম, মিসাইল সিস্টেম ড্রোন। রাফি’র গবেষণা প্রতিষ্ঠান ‘নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাব’ ইতিমধ্যে জেলা, বিভাগীয় এবং উপজেলা পর্যায়ে অসংখ্য পুরস্কার অর্জন করেছে। তার টিম মেম্বার সানজিম হোসাইন আন্তর্জাতিকভাবে নাসা’র কনরাড চ্যালেঞ্জ এবং মালয়েশিয়ার প্রযুক্তি প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এ ছাড়াও তার টিমের অন্য সদস্যরা মাসনুন ফাহিম, দুর্জয় সাহা দীপ্ত, আব্দুল্লাহ আল মামুন, আমিরুল ইসলাম, নাজমুন নাহার, তানভীর ভুঁইয়া, আল-আমিন শিকদার, নাবিলও দলবদ্ধভাবে প্রতিটি উদ্ভাবনে নানামুখী সহযোগিতা করে প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। 

রাফি বলেন, ‘সরকারি সহায়তা পেলে আমাদের এই ড্রোন আরও আধুনিক করা সম্ভব এবং এটি স্বল্প খরচে তৈরি করে সামরিক বাহিনীতে যুক্ত করা যেতে পারে। বর্তমানে যেখানে বিদেশ থেকে ড্রোন কিনতে কোটি কোটি টাকা ব্যয় হয়, সেখানে আমাদের উদ্ভাবিত ড্রোন মাত্র ১০ লাখ টাকায় তৈরি করা সম্ভব।’ তিনি জানান, ড্রোনটির কাঠামো, ফেব্রিকেশন, প্রোগ্রামিং- সবই তাদের নিজস্ব তৈরি হওয়ায় খরচ অনেক কমেছে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় অবদান রাখতে তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের সহায়তা কামনা করেছেন।

পাঠকের মতামত

এরা জাতীয় সম্পদ এদেরকে সরকার কাজে লাগানো উচিত কিন্তু খুবই দুর্ভাগ্য এদেরকে কাজে লাগাবেনা কারন আশেপাশে দাদা আর স্যারদের নিকট নতজানু করে ডাবল পয়সা দিয়ে দুই নাম্বার প্রযুক্তি এবং জিনিস কিনবে তারা টাকা বানাবে আর ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করবে -দেশ -দেশের মানুষ গোল্লায় যাক

আজিজ
২৩ জুন ২০২৫, সোমবার, ৯:১৯ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status