বাংলারজমিন
শিবচরে আবু জাফর চৌধুরীর বাড়িতে নেতাকর্মীদের মিলন মেলা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
(১ সপ্তাহ আগে) ২২ জুন ২০২৫, রবিবার, ৬:৫১ অপরাহ্ন

মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর বাড়িতে বিএনপির নেতাকর্মীদের নিয়ে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির অসংখ্য নেতাকর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
জানা গেছে, শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর আয়োজনে নিজ বাড়িতে উপজেলার তৃণমূলসহ সকল নেতাকর্মীদের নিয়ে এক ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মীরা এসে উপস্থিত হন। স্লোগানে স্লোগানে মুখোর হয়ে উঠে অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ন আহব্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দীকি লাভলু, এ্যাড. জামিলুর রহমান মিঠু,গুলজার হোসেন চিশতী, এ্যাড. সাইফুল কবির, জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান, শিবচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জহের গোমস্তা, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন নান্নু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান,
পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন শফিক, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ’আবু জাফর চৌধুরী শিবচর উপজেলা বিএনপির একজন বর্ষীয়ান নেতা। ১৯৮৫ সাল থেকে তিনি বিএনপির রাজনীতি করে আসছেন। ফ্যাসিস্ট সরকারের সময় নানাভাবে নির্যাতিত হয়েছেন তিনি। তিনি কারো সাথে আপোষ করেননি। আগামী নির্বাচনে মাদারীপুর ১ আসনে জাফর চৌধুরী মনোনয়ন চাইবেন। আবু জাফর চৌধুরী বলেন, বিগত ১৭ বছরেও আমি মাঠে ছিলাম। কারো সাথে আপোষে যাইনি। ৫ তারিখের পর অনেকেই বিএনপি হয়ে যাচ্ছে, যাদের ফ্যাসিস্টদের আমলে খুঁজে পাওয়া যায়নি। তবে যারা প্রকৃত অর্থে বিএনপিকে ভালোবাসে আমি তাদের নিয়ে কাজ করে যাচ্ছি। দলের স্বার্থে সবসময় পাশে রয়েছি। ঈদ পূনর্মিলনীর মাধ্যমে উপজেলার বিএনপির নেতাকর্মী-সমর্থকদের একত্রিত করেছি। সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে। তাছাড়া আগামি সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে শিবচরে বিএনপির রাজনীতিতে বড় ধরণের পরিবর্তন আসবে। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’