অনলাইন
ইসিতে নিবন্ধনের আবেদন
শাপলা, কলম ও মোবাইল প্রতীক চাইল এনসিপি
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২২ জুন ২০২৫, রবিবার, ৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনের দলের নিবন্ধন আবেদন করে শাপলা, কলম ও মোবাইল প্রতীক চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠন চেয়েছে দলটি।
রোববার নির্বাচন ভবনে আবেদন জমা দেয়ার পর সাংবাদিকদের এমন তথ্য জানান দলটির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
তিনি বলেন, আমাদের দাবী শাপলা প্রতীক। তবে আমরা কলম ও মোবাইলও প্রতীক হিসেবে আবেদনে উল্লেখ করেছি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠন হবেই।
এদিকে এ সময় দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলটির অন্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
অনেকের শাপলা যখন এত আপত্তি। কত গভীর তত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা করে এটা একটা জাতীয় ফুল তাহলে দোয়েল কি কোথাও কোন ভাবে ব্যবহার করা যাবে কোন পাখির চিহ্ন ব্যবহার হলে কি হবে তখন। এন সি পি ভাইরা কবুতর মার্কা নিয়ে নিন। কারণ শান্তির প্রতীক।
শাপলা বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে। বাংলাদেশের পয়সা, টাকা ও দলিলপত্রে জাতীয় ফুল শাপলা বা এর জলছাপ আঁকা থাকে। সার্বজনীন স্বীকৃত ও ভালবাসার আস্হা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত প্রতিক কোন রাজনৈতিক দলের প্রতিক হতে পারে না। জাতীয় স্বীকৃত প্রতিক নিয়ে বিতর্ক, কোন প্রকার অমর্যাদা আমরা হতে দিতে পারি না বা দেয়া উচিত নয়।
শাপলা আমাদের জাতীয় ফুল কোন রাজনৈতিক দলের পথিক হতে পারে না