ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে ছলচাতুরী করছে: সিপিবি সভাপতি

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২২ জুন ২০২৫, রবিবার
mzamin

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম বলেছেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে নানা ছলচাতুরী করছে, ধানাই-ফানাই করছে। আমরা বলেছিলাম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপিও বলেছিল, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। জাপানে গিয়ে ড. ইউনূস বললেন, একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এর আগে ইউনূস সাহেব অল্প সংস্কার- বেশি সংস্কারের ফর্মুলায় নির্বাচনের সময়ে কথা বলেছেন। এখন আবার লন্ডনে গিয়ে বৈঠক করে ইউনূস সাহেব আরেক কথা বলছেন। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হলো, যত দ্রুত সম্ভব মানুষের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। শনিবার দুপুরে ত্রয়োদশ কংগ্রেস উপলক্ষে কিশোরগঞ্জে জেলা সিপিবি সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহরের একরামপুর এলাকায় ডা. আব্দুল হাই কনভেনশন সেন্টারে এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান রুমী। সিপিবি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম বলেন, দেশ একটি টার্নিং পয়েন্টের মধ্যে আছে। গত জুলাই-আগস্টে ছাত্র, শ্রমিক, জনতার অভ্যুত্থান হয়। কেউ কেউ বলছে, এটি একটি বিপ্লব। কেউ কেউ বলছে, এটি দ্বিতীয় স্বাধীনতা। আমরা বলি, এটি দ্বিতীয় স্বাধীনতাও নয়, বিপ্লবও নয়। এটি ছাত্র, শ্রমিক, জনতার গণ-অভ্যুত্থান। সেই গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা হলো- মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, গত ১৬ বছর ধরে নির্বাসিত গণতন্ত্রকে ফিরিয়ে আনা। ১৪, ১৮, ২৪ এ মানুষ নিজে ভোট দিতে পারেনি। এই পুঞ্জিভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ হয়েছিল গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে। কিন্তু মানুষের এই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হচ্ছে না।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম বলেন, আজকে আমাদের চারনীতি এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক হচ্ছে। আর এই বিতর্কে সুবিধা হয়েছে পতিত স্বৈরাচারের। যারা চারনীতির কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, তাদেরকে বহুজন আওয়ামী লীগের দোসর বলে। চারনীতি, মুক্তিযুদ্ধ আর হাসিনা এক জিনিস না। মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ এক জিনিস না। মুক্তিযুদ্ধ আর হাসিনা এক জিনিস না। এই বিতর্ক যারা নিয়ে এসেছে, তারাই প্রকৃত অর্থে স্বৈরাচারের দোসর। সিপিবি সভাপতি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। আইনের শাসন নেই, মব সন্ত্রাস চলছে। হাসিনার সময়ে ভয়ের রাজনীতি ছিল, এখনো মানুষ ভয়ের রাজনীতি থেকে মুক্ত হতে পারেনি। এখনো দেশে সেটি চলছে। এইভাবে একটি দেশ চলতে পারে না। দেশি-বিদেশি কোনো বিনিয়োগ হচ্ছে না। কল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ৩১ লাখ বেকার সৃষ্টি হয়েছে। দেশের খুবই নাজুক অবস্থা। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ একটিই, অল্প সংস্কার করে, নির্বাচনী সংস্কার করে, বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে, নির্বাচনে দেশটাকে ঢুকিয়ে দেয়া। তাদের কাজ করিডোর আর বন্দর অন্যদের দিয়ে দেয়া নয়।
সাধারণ সভায় অন্যদের মধ্যে জেলা সিপিবি’র সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস ও সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক ও আবুল হাশেম, সাধারণ সম্পাদক রঞ্জিত সরকার, জেলা সিপিবি’র সম্পাদকমণ্ডলীর সদস্য সেলিম উদ্দিন খান, অধ্যাপক ফরিদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। সাধারণ সভায় জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status