ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে বিভাজন সৃষ্টি করা হয়েছিল: বিচারপতি আব্দুল হাকিম

ঝিনাইদহ প্রতিনিধি
২২ জুন ২০২৫, রবিবার

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, মুক্তিযুদ্ধ সবার উপরে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছিলেন এই জাতিকে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশকে বিভাজনে ফেলা হয়েছিল গত আওয়ামী সরকারের আমলে। তিনি বলেন, দেশ থাকলে তো চেতনা। আর দেশ না থাকলে আমি আপনি চেতনা দিয়ে কি করবো? সাংবাদিকদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। আইন ওইসব ব্যক্তিকে সহায়তা করে না, যারা অধিকার সম্পর্কে অসচেতন। প্রেস কাউন্সিল মর্যাদাশীল ব্যক্তিকে তার অধিকার সম্পর্কে সচেতন করার জন্য বিচার করে, কিন্তু তারা শাস্তি দিতে পারে না, কেবল মাত্র ভর্ৎসনা করতে করে। বিচারপতি কে এম আব্দুল হাকিম শনিবার সকালে ঝিনাইদহ সার্কিট হাউজে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা ও ইহার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, ঝিনাইদহ পুলিশ সুপার মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি আসিফ কাজল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, দৈনিক ইত্তেফাকের বিমল কুমার সাহা, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, দৈনিক যুগান্তরের মিজানুর রহমান, কালবেলার প্রতিনিধি মাহমুদ হাসান টিপু। এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন প্রিন্ট ও টিভি মিডিয়ার ৪০ জন সাংবাদিক।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, পেশাদার গণমাধ্যম কর্মীদের কোনো দল বা বিভেদ থাকতে পারে না। সাংবাদিকদের এই বিভাজন জাতিকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে। তাই তাদের ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন। রাজনীতি অনেক ভালো জিনিস। তার উপর আর কিছুই হয় না। কিন্তু রাজনীতি ও পেশাজীবী গণমাধ্যম কর্মীদের আমরা একত্রিত করে ফেলেছি। আজ সারা বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলায় একাধিক প্রেস ক্লাব কিন্তু এই একাধিক প্রেস ক্লাব হওয়ার তো কোনো কারণ দেখি না। তিনি বলেন, বাংলাদেশের ১৬০০ আইন আছে। তারপরও আমরা নতুন নতুন আইন তৈরি করছি। কিন্তু আমরা আইন মানি না বা আইন পালন করছি না। এক্ষেত্রে আইনের কোনো দোষ নেই।
কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর বলেন, দেশের সাংবাদিকরা একতাবদ্ধ নয়। দলাদলি বা রাজনৈতিক দর্শনের কারণে সাংবাদিকরা আজ বিভিন্ন দলে বিভক্ত কিন্তু রাজনীতি করা ভালো। বিশ্বকে এগিয়ে নিয়ে গেছেন রাজনীতিবিদরা। ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়ার কারণেই সাংবাদিকরা এক ছাতার নিচে আসতে পারে না। দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারী ঝিনাইদহ জেলার ৪০ জন সাংবাদিকের মাঝে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সনদপত্র বিতরণ করা হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status