ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজারে এনসিপি নেতা প্রীতমকে অবাঞ্ছিত ঘোষণা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২২ জুন ২০২৫, রবিবার

মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে শুক্রবার রাত দশটার দিকে এনসিপির ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি প্রত্যাখ্যান ও আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাসকে মৌলভীবাজারে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও উপসি'ত ছিলেন। বিক্ষোভ মিছিলে প্রীতম দাসের বিরুদ্ধে এনসিপি’র আড়ালে আওয়ামী লীগ পুনর্বাসন ও জুলাই বিপ্লবের চেতনার সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে বক্তব্য রাখেন সাধারণ ছাত্ররা। 
তারা বলেন, জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত যোদ্ধা বা আন্দোলনকারীদের সঙ্গে কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়াই রাতের আঁধারে বিতর্কিতদের নিয়ে এই সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে সহযোগীতা করেছেন প্রীতম দাস। এ বিষয়ে ছাত্ররা প্রতিবাদ করলে তাদের মামলা-হামলার হুমকি দেন তিনি। ছাত্ররা বলেন, এই কমিটিকে গ্রহণ করার সুযোগ নেই। জেলা সমন্বয় কমিটির তালিকা দেখে আমরা অবাক হয়েছি। কমিটিতে আওয়ামীলীগ ও তাদের সহ-সংগঠনের একাধিক নেতা রয়েছেন। অন্যদিকে কমিটির বেশিরভাগই আমাদের অপরিচিত। যাদের বিগত আন্দোলন সংগ্রামে আমরা কখনই দেখিনি। এ বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হয়েছে। এটি পকেট কমিটি উল্লেখ করে তারা বলেন আমরা এই কমিটিকে সরাসরি প্রত্যাখ্যান করছি। পাশাপাশি দ্রুত কমিটি বাতিল করে পুনর্গঠনের দাবিও জানাচ্ছি। 
জানা যায়, সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে ফার্মেসি ব্যবসায়ী খালেদ হাসানকে। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে রাখা হয়েছে নয় জনকে। তারা হলেন ফাহাদ আলম, এহসান জাকারিয়া, মো: ইকবাল হোসেন, রুমন কবির, শামায়েল রহমান, নিলয় রশিদ, সানাউল ইসলাম সুয়েজ, শাহ মিসবাহ ও সৌমিত্র দেব। এছাড়া এডভোকেট কৌশিক দে, জাহাঙ্গীর আলম, ভীমপল সিনহা, রাসেল থিংগুজাম, হোসাইন আহমদ,বৈশিষ্ট্য গোয়ালাসহ ২১ জনকে কমিটির সদস্য করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাস অথবা নতুন আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত জেলা পর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে ১৮ জুন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status