বাংলারজমিন
মৌলভীবাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২২ জুন ২০২৫, রবিবারমৌলভীবাজার জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ চারশতাধিক শিক্ষক ও সংশ্লিষ্ট সুধীজন উপসি'ত ছিলেন। গতকাল (শনিবার) জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মো: মনছুর আলমগীর, প্রফেসর ড. আবু ইউসুফ মো: শেরউজ্জামান, এ.বি.এম মোখলেছুর রহমান, মো: শামছুল ইসলাম। মূল প্রবন্ধ পাঠ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ফজলুর রহমান। পরে উন্মোক্ত আলোচনায় অংশগ্রহন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ শিক্ষকবৃন্দ। কর্মশালায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবিষয়ে একটি পরিকল্পনা নেয়া হবে বলেও জানান প্রধান অতিথি। কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ চার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপসি'ত ছিলেন।