বাংলারজমিন
পাথরঘাটায় ৪০ মণ জাটকা ইলিশ আটক
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
২২ জুন ২০২৫, রবিবারবরগুনার পাথরঘাটায় বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত অবৈধ জাটকা বিরোধী অভিযানে জেলেদের ধৃত ৪০ মণ জাটকা ইলিশ আটক করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর বাংলাদেশ ফিসিং ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএফডিসি) পাথরঘাটা মৎস্য ঘাটে এই অভিযান চালানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক মানবজমিন প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত বলে জানিয়েছেন। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। পরে জব্দ করা জাটকা ইলিশ স'ানীয় মৎস্য বিভাগের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং সুবিধাবঞ্চিত দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেয়া হয়।
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট রওনক হাসান শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে অবৈধভাবে ধরা জাটকা ইলিশ বিক্রির জন্য মজুদ করা হয়েছে। সত্যতা যাচাই ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬০০ কেজি বা ৪০ মণ জাটকা উদ্ধার করা হয়। এ সময় মৎস্য ব্যবসায়ীরা পালিয়ে যায়। জাটকা ইলিশ নিধন রোধে আমাদের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।