বাংলারজমিন
রাণীশংকৈলে বালু ও মাটি উত্তোলনের দায়ে ৩ জনকে জরিমানা
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
(১ সপ্তাহ আগে) ২০ জুন ২০২৫, শুক্রবার, ৮:৫৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অবৈধভাবে পুকুর থেকে বালু উত্তোলন ও আবাসিক কৃষিজমি থেকে মাটি কেটে নিয়ে বিক্রির অপরাধে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে আটকের পর ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান দিনব্যাপী অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ করনাইট গ্রামের আবাসিক এলাকায় একটি পুকুরে অবৈধভাবে খননযন্ত্র ভেকু মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রির অপরাধে ওই পুকুরের মালিক শাহাজাহান আলী (৪০) ও ভেকু চালক জাকারুল (২৮) নামে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক) অনুসারে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বালু কিংবা মাটি উত্তোলন করার অপরাধে ১৫ ধারা মোতাবেক দুই জনকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে উপজেলা খুনিয়া দিঘি এলাকায় পতিত কৃষিজমির মাটি কাটার দায়ে মোহাম্মদ আলী (৪৮) নামের একজনকে আটকের পর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন ২০০৯) এর ৮৯ এর (২) ধারা অনুসারে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান বলেন, পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমির মাটি কেটে তারা নিয়ে যাচ্ছিলেন এমন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।