ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি

গণপিটুনিতে ডাকাত নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
২১ জুন ২০২৫, শনিবার

গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের দায়ের কোপে সিএনজিচালক এবং স্থানীয়দের গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এলাকাবাসী চার ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় এমসি বাজার-বরমী সড়কের সাতখামাইর এলাকার গজারি বনের ভেতর এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা সিএনজিচালক আবুল কালাম (৪০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। নিহত ডাকাত আরিফ হোসেনের (৩০) বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় সিএনজি যাত্রী শফিকুল ইসলাম বাদী হয়ে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। খবর পেয়ে সকালে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত সিএনজিচালকের স্বজনদের সঙ্গে কথা বলেন।
আটককৃতরা হলো- উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (কাইচ্চামোড়) গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাকিল (২৫), শাহিনের ছেলে রিপন মিয়া (১৯), শাজাহানের ছেলে তাহসিন মিয়া (১৮), গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের রমজান আলীর ছেলে আবুল কালাম (২৭)। এ সময় তাদের আরও ৭ জন সহযোগী দৌড়ে পালিয়ে যায়। সিএনজি যাত্রী শফিকুল ইসলাম (৩৬) এজাহারে উল্লেখ করেন, তিনিসহ তার তিন সহযোগী এমসি বাজার থেকে সিএনজি ভাড়া নিয়ে বরমী যাচ্ছিল স’মিলের কাঠের ভুষি আনার জন্য। রাত ১টার দিকে এমসি বাজার-বরমী সড়কের সাতখামাইর এলাকার গজারি বনের ভেতর দিয়ে যাওয়ার সময় সড়কে গাছ পড়ে থাকতে দেখে তাদের সিএনজি থামায়। এ সময় পাশে থাকা ডাকাতরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ভয় দেখিয়ে তাদের প্রত্যেকের সঙ্গে থাকা নগদ টাকা এবং মুঠোফোন লুটে নেয়। ডাকাতরা সড়কে চলাচলকারী অন্যান্য গাড়ি থামিয়ে যাত্রীদেরকেও একই কায়দায় জিম্মি করে মালামাল লুটে নিচ্ছিল। এ সময় তাদেরকে বাধা দেয়ায় ডাকাতের দায়ের এলোপাতাড়ি কোপে সিএনজিচালক আবুল কালাম গুরুতর আহত হয়। তাদের চিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে ডাকাত আরিফ হোসেনকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসী আহত ডাকাত আরিফ হোসেনসহ তার চার সহযোগীকে পুলিশের কাছে সোপর্দ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা বলেন, পুলিশ একজনকে মৃত অবস্থায় হাসপাতালে এবং সিএনজিচালক আবুল কালামকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসে। কালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে তার স্বজনরা ঢাকা নেয়ার পথে শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ী এলাকায় তার মৃত্যু হয়। ওসি আব্দুল বারিক জানান, গুরুতর আহত সিএনজিচালক আবুল কালাম এবং জখমপ্রাপ্ত ডাকাত আরিফ হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহত ডাকাতকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status