ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

বালিয়াকান্দিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
২১ জুন ২০২৫, শনিবার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মনিরা বেগম ওরফে ছকিনা (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. মিঠু শেখের বিরুদ্ধে। গতকাল সকাল ৭টার দিকে সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মিঠুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মনিরা ওই গ্রামের মমিন শেখের মেয়ে।
জানা গেছে, ২০০১ বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মিঠু শেখের সঙ্গে মনিরা বেগমের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের সংসারে অশান্তি চলছে। মিঠু পরকীয়াতে আসক্ত হয় বলে অভিযোগ করেন মনিরার স্বজনরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
গতকাল সকাল ৬টার তার মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। মনিরার পাঁচ বছর বয়সী মেয়ে মীম বলেন, রাতে আব্বু আর আম্মু ঘুমাতে যায়। অনেক রাতে আব্বু আম্মুকে টানাটানি করতে থাকে। তখন আমার ঘুম ভেঙে যায়। একপর্যায়ে আব্বু আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে।
এ বিষয়ে রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার বলেন, সকালে বালিয়াকান্দি থানা পুলিশ মনিরার মরদেহ উদ্ধার করে। তাকে হত্যা করা হতে পারে বলে আমরা ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে তার স্বামী মিঠু শেখকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত অথবা ইন্ধন দিয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status