বাংলারজমিন
রূপগঞ্জে পানি সংকট
ওয়াসা প্রকল্প অফিস ঘেরাও করলো এলাকাবাসী
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২১ জুন ২০২৫, শনিবার
রূপগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে ঢাকা ওয়াসার গন্ধর্বপুর প্রকল্প অফিস ঘেরাও করেছে এলাকাবাসী। গতকাল জুমার নামাজের পর তারাবো পৌরসভার গন্ধর্বপুর গ্রামের শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয়া স্থানীয়রা জানান, ঢাকার বিশাল পানি প্রকল্প ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার প্ল্যান্ট’ গন্ধর্বপুরে স্থাপনের সময় তাদের জমি নামমাত্র দামে অধিগ্রহণ করা হয়। প্রতিদিন মেঘনা নদী থেকে ৬০ কোটি লিটার পানি শোধন করে রাজধানীতে সরবরাহ করার প্রকল্প হলেও স্থানীয়দের জন্য কোনো পানি বরাদ্দ রাখা হয়নি।
অভিযোগ রয়েছে, প্রকল্প এলাকায় গড়ে ওঠা শিল্প কারখানাগুলো ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার করায় শুষ্ক মৌসুমে এলাকায় তীব্র পানি সংকট দেখা দেয়। স্থানীয়রা দীর্ঘদিন ধরে ওয়াসার কাছে তাদের জন্য ন্যায্যতার ভিত্তিতে বিশুদ্ধ পানি সরবরাহের দাবি জানালেও তা বাস্তবায়িত হয়নি। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ওয়াসা কর্তৃপক্ষ কবরস্থান, মসজিদের জমি দখল ও খাল ভরাটের মতো পরিবেশবিরোধী কাজেও জড়িত। পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন তারা।