ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

মানুষ হওয়াই একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য হওয়া উচিত: চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার
mzamin

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ক্যারিয়ার যাই হোক ভালো মানুষ হওয়াই একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য হওয়া উচিত। যদি একজন ভালো মানুষ হিসেবে আমরা যদি সমাজকে আলোকিত করতে পারি, সেটাই হবে আমাদের জন্য মুখ্য। তিনি বুধবার দুপুরে অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাট সংলগ্ন পাঁচলাইশ সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন সিটি করপোরেশন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মেয়র বলেন, জলাবদ্ধতা দূর করতে আমি খাল ও নালা পরিষ্কার করছি ঠিকই, কিন্তু স্থায়ী সমাধান তখনই হবে যখন নাগরিকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। ময়লা যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এ জন্য আমি স্কুলপর্যায় থেকে শিশুদের মধ্যে সচেতনতা তৈরির কাজ শুরু করেছি। ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা স্কুল হেলথ কার্ড চালু করেছি যাতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা তৈরি হয়। শুধু দাঁত বা নখ পরিষ্কার রাখাই নয়, বর্জ্য ব্যবস্থাপনাও যেন তারা ছোটবেলা থেকেই শিখে নেয়। মেয়র বলেন, আজকের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, স্কুল ও কলেজ জীবনের শিক্ষাই ভবিষ্যতের ভিত্তি। ভবিষ্যতের যেকোনো ভূমিকায় ভালো মানুষ না হলে সে অর্জনের কোনো মূল্য নেই। তাই ভালো মানুষ হয়ে সমাজকে আলোকিত করতে হবে। শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পুরস্কার তুলে দেন এবং যারা পুরস্কার পায়নি তাদের আগামীতে ভালো করার প্রত্যয় নেয়ার আহ্বান জানান। চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা, উপসচিব ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে ও কলেজের প্রভাষক শিবু চন্দ্র দাস এবং ফারহানা আজিজের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস জারেকা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য জি এম আইয়ুব খান, রাজনীতিবিদ শামসুল আলম, ডা. এস এম সারোয়ার আলম, কলেজের প্রতিষ্ঠাতা নাছির উদ্দীনের সন্তান ও দাতা সদস্য এস এম ফজলুল বারি, কলেজের প্রাক্তন অধ্যক্ষ জয়নব বেগম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাবাচ্চুম রশিদ তাসমি, হুমায়রা পারভীন মাহি, মানপত্র পাঠ করেন সাবরা সুলতানা, কোরআন শরিফ তেলোয়াত করেন খাদিজাতুল কোবরা, গীতা পাঠ করেন ইতু নন্দী।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status