বাংলারজমিন
আইভীর জামিন নামঞ্জুর ২ দিনের রিমান্ড
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৯ জুন ২০২৫, বৃহস্পতিবারবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। বুধবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে আইভীর ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। একই আদালতে ফতুল্লার সাঈদ হত্যাচেষ্টা মামলাতেও শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ। এ সময় আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আইভী। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সজল হত্যা মামলায় আইভী হুকুমের আসামি। তাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। আর আইভীর আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, এই দু’টি মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। এ মামলা ২টিতে আইভীর বিরুদ্ধে কোন ধারায় অভিযোগের বর্ণনাও নেই। একটি মামলায় রিমান্ড নামঞ্জুর ও জামিন আবেদন এবং অপর মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে একটি মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ্য, গত ৯ই মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি ও ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে। যার মধ্যে ৩টি হত্যা মামলা।