বাংলারজমিন
বাগেরহাটের দিনভর বৃষ্টি
মোংলা বন্দরে চাল ও সার খালাস ব্যাহত
বাগেরহাট প্রতিনিধি
১৯ জুন ২০২৫, বৃহস্পতিবারবাগেরহাটে দিনভর বৃষ্টিপাতে বিপর্যন্ত জনজীবন। টানা বৃষ্টিতে কাজ করতে না পেরে সব থেকে বেশি অসুবিধায় পড়েছে রিক্সাচালক, দিনমজুরসহ খেটে খাওয়া নিম্ন নিম্নআয়ের মানুষ। গত ২৪ ঘন্টায় ৫১৩ মিলিমিটার বৃষ্টিপাতের ফলে জেলা শহরের রাহাতের মোড়, সাধনার মোড়, পোস্ট অফিসের মোড়, শালতলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টি ও জোয়ারের পানিতে হাটু পানিতে তলিয়ে গেছে মোরেলগঞ্জ পৌর শহর। বাগেরহাট ও মোংলা শহরতলীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির সাথে দমকা হাওয়ায় ফকিরহাট উপজেলায় বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে তার ছিলে পড়ায় ৫টি গ্রামে ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এদিকে বৈরী আবহাওয়ায় সাগরে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ায় ফিশিং ট্রলারগুলো সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দর নিরাপদ আশ্রয়ে রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে থাকায় ব্যাহত হয়েছে মোংলা বন্দরে অবস'ান করা ৪টি জাহাজের চাল ও সার খালাসের কাজ। মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স'ানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া বিভাগ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক মো. মাকরুজ্জামান বুধবার বিকালে এতথ্য নিশ্চিত করে জানান, সকাল থেকে ভারি বৃষ্টিপাতের কারনে মোংলা বন্দরে অবস'ানরত ২টি চাল বোঝাই এমভি হোয়াং ৯ ও এমভি এমভি ট্রাংক ৮ এবং ২টি সার বোঝাই এমভি টিবিএস প্রিন্সেস ও এমভি ডিপ ব্লু জাহাজ থেকে সার খালাস ব্যাহত হয়েছে। তবে বন্দরে অবস'ানরত অন্য ৭টি জাহাজে কয়লা, ক্লিংকার ও মেশিনারি পণ্যের খালাস কাজ চলেছে। জেলাব্যাপী দিনভর বৃষ্টিপাতের ফলে কাজ করতে না পেরে বিপাকে পড়েছে বেশি অসুবিধায় পড়েছে রিক্সাচালক, দিনমজুরসহ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. মোতাহার হোসেন জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় ৫১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টিতে বাগেরহাটে কৃষিতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। অবিরাম বৃষ্টিপাত আরো কয়েকদিন ধরে চললে ও জলাবদ্ধতার সৃষ্টি হলে সবজির ক্ষতির সম্ভাবনা রয়েছে। মোংলা আবহাওয়া অফিস প্রধান মো. হারুন অর রশিদ জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বজ্রমেঘ ও সক্রিয় মৌসুমি বায়ুর তারতম্যের আধিক্যের কারণে মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স'ানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। এর প্রভাবে বাগেরহাট উপকূলজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টিতে এখানকার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত ও জনজীবন বিপর্যস' হয়ে পড়েছে। এমন আবহাওয়া ও বৃষ্টিপাত আরও কয়েকদিন ধরে অব্যাহত থাকবে। উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাবে।