বাংলারজমিন
বেনাপোলে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
১৯ জুন ২০২৫, বৃহস্পতিবারবেনাপোল পৌর বাস টার্মিনাল এলাকায় থেকে ভারতীয় মোবাইল ফোনের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মোবাইল ফোনের বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। বিজিবি জানায়, বুধবার (১৮ জুন) বিকেল ৫ টার দিকে গোপন সংবাদে বেনাপোল পৌর বাস টার্মিনাল এলাকায় পাকা রাস্তার ওপর ভারতীয় মোবাইল ফোনের একটি চালান পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির অধীনে বেনাপোল কোম্পানি সদরের নায়েক আতাউর রহমানের নেতৃত্বে (বুধবার) বিকেলে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে পাকা রাস্তার ওপর থেকে মালিকবিহীন অবস'ায় একটি ব্যাগের ভেতরে থাকা ৩৪টি ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, জব্দ করা মোবাইল ফোনগুলো বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে।