ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

শাহজালাল বিশ্ববিদ্যালয়

ছুটি ছাড়াই ১০ মাস অনুপসি'ত সাবেক প্রোভিসি-প্রক্টর, মাসে তুলছেন লাখ টাকা বেতন

শাবিপ্রবি প্রতিনিধি
১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার

ছুটি ছাড়াই ১০ মাসের অধিক সময় ধরে ক্যাম্পাসে অনুপসি'ত রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক প্রোভিসি অধ্যাপক ড. মো. কবির হোসেন ও সাবেক প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী। তবুও প্রতিমাসে বেতন-ভাতা মিলিয়ে লাখ টাকা তুলছেন এ দুই শিক্ষক। তারা দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাবি শিক্ষার্থী রুদ্র সেন হত্যা মামলার আসামী।
খোঁজ নিয়ে জানা যায়, বিগত প্রশাসনে পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. কবির হোসেন শাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর এবং বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রতিটি ক্যাম্পাসের ন্যায় শাবিতেও প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা পদত্যাগ করেন। আন্দোলন চলাকালীন গেলো বছরের ১৮ জুলাই সিলেটে পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রুদ্র সেন। রুদ্র সেনের হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ৭৬ জনের নাম উল্লেখ করে একই বছরের ১৯ আগস্টে সিলেটের অতিরিক্ত চীফ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম। এতে অধ্যাপক কবিরকে ৯নং ও অধ্যাপক কামরুজ্জামানকে ১০নং আসামী করা হয়। 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আন্দোলনের পরে নতুন প্রশাসন গঠন হয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেও এ দুই অধ্যাপক কখনো সশরীরে ক্যাম্পাসে আসেন নি। এমনকি এখন পর্যন্ত কর্তৃপক্ষ থেকে ছুটিও নেন নি তারা। তবে বিভাগ কর্তৃক আয়োজিত বিভিন্ন অনলাইন সভায় যুক্ত হন বলে খবর পাওয়া গেছে। সশরীরে ক্যাম্পাসে আসেন না বলে পাঠদানের জন্য তাদেরকে কোনো কোর্সও অফার করা হয় না বলে জানা গেছে। হিসাব দপ্তর সূত্রে জানা যায়, প্রতি মাসে অধ্যাপক কবির মূল বেতন ৭৮০০০ টাকা ও বিভিন্ন ভাতা মিলিয়ে ১লাখ ৯হাজার ৪১ টাকা সেলারি পান এবং অধ্যাপক কামরুজ্জামান মূল বেতন ৬৬০০০ টাকা ও বিভিন্ন ভাতা মিলিয়ে ১লাখ ৯হাজার ৩৩টাকা পান।
এ দুই অধ্যাপক ক্যাম্পাসে আসেন কি না এবং তাদেরকে কোনো কোর্স অফার করা হয় কি না এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন এবং বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রেদওয়ানের সাথে কথা হয় এ প্রতিবেদকের। তারা জানান, অধ্যাপক কবির ও অধ্যাপক কামরুজ্জামান আন্দোলনের পর কখনো সশরীরে ক্যাম্পাসে আসেন নি। তবে অনলাইনে বিভিন্ন মিটিংয়ে যুক্ত হোন। সশরীরে না আসায় পাঠদানের জন্য তাদেরকে কোনো কোর্সও অফার করা হয় না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, বিষয়টি আমি শুনেছি। সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিব। ভিসি স্যার এখন ছুটিতে আছেন। তিনি ক্যাম্পাসে আসার পর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status