বাংলারজমিন
চৌগাছায় ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
(২ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

যশোরের চৌগাছায় প্রতিবেশী দাদা কর্তৃক ধর্ষণের শিকার শিশুটির সার্বিক চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, নারী ও শিশু নির্যাতন সহায়তা সেলের সমন্বয়ক ডা. রফিকুল ইসলাম যশোরে শিশুটিকে দেখতে এসে এ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তারেক রহমানের নির্দেশে তারা সারাদেশে নির্যাতিত নারী ও শিশুদের চিকিৎসা ও আইনি সহায়তা দিতে কাজ করছেন। তারই অংশ হিসেবে চৌগাছায় নির্যাতন ও ধর্ষনের শিকার শিশুটির চিকিৎসাসহ তার ও তার পরিবারের সব দায় দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান।
গত ১১ জুন বিকেলে শিশুটিকে ধরে ধর্ষণ ও হত্যা চেষ্টা চালায় তার প্রতিবেশী দাদা মিজানুর রহমান। মারাত্মক রক্তক্ষরণ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঈদের ছুটি থাকা স্বত্বেও যশোরের বিএনপি নেতাদের সহায়তায় ওই রাতেই তার অস্ত্রপচার সম্পন্ন হয়। বর্তমানে শিশুটি যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি অবহিত হওয়ার পর তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে আজ সকালে নির্যাতিত শিশুটিকে দেখতে আসেন এবং তার পাশে থাকার ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ রফিকুল ইসলাম। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির মায়ের হাতে আর্থিক সহায়তার খামও তুলে দেন নেতৃবৃন্দ । এসময় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রজহমান খানসহ ড্যাবের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নির্যাতিত শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং আইনি সহায়তায় নিয়োজিত আইনজীবীদের সঙ্গে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পাঠকের মতামত
লোক দেখানো জনপ্রিয়তার কৌশল