অনলাইন
রাজধানীতে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তার নাম আবুবকর সিদ্দিকি হাবু (৩৮)। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ড এর ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, আধিপত্য এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটতে পারে।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭ টার দিকে যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কের মোড়ে অজ্ঞাত কয়েকজন হাবুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
নিহতের খালাতো ভাই মিঠু জানান, হাবু ৫০ নম্বর ওয়ার্ড ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও কাঁচামাল ব্যবসায়ী। দোকান থেকে বাসা ফেরার পথে কে বা কারা তাকে ছুরি মেরে পালিয়ে গেছে। তিনি আরও জানান, যাত্রাবাড়ির টান বাজারে পরিবার নিয়ে থাকতেন হাবু। তিন সন্তানের জনক তিনি।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে
এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত
এনডিটিভি'তে সাগরিকা সিনহা/ শেখ হাসিনার ধারণা, বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]