বাংলারজমিন
লালমোহনে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
লালমোহন (ভোলা) প্রতিনিধি
১২ জুন ২০২৫, বৃহস্পতিবারভোলার লালমোহন উপজেলায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নিজামুল হক নাঈম।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আসন্ন নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে গত ১৫ বছরে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, ছাত্র-জনতার নেতৃত্বে মাত্র ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। তবে, দেশের অলিতে-গলিতে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছেন। তাদেরকেও বিতাড়িত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ্।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাদ্দিস মো. আব্দুল হকের সভাপতিত্বে এ সময় জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি অধ্যাপক মো. আখতার উল্লাহ, শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আমির হোসেন, লালমোহন উপজেলার সেক্রেটারি অধ্যাপক মো. রুহুল আমিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।