ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

লালমোহনে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী

লালমোহন (ভোলা) প্রতিনিধি
১২ জুন ২০২৫, বৃহস্পতিবার

ভোলার লালমোহন উপজেলায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নিজামুল হক নাঈম।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আসন্ন নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে গত ১৫ বছরে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, ছাত্র-জনতার নেতৃত্বে মাত্র ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। তবে, দেশের অলিতে-গলিতে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছেন। তাদেরকেও বিতাড়িত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ্‌। 
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাদ্দিস মো. আব্দুল হকের সভাপতিত্বে এ সময় জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি অধ্যাপক মো. আখতার উল্লাহ, শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আমির হোসেন, লালমোহন উপজেলার সেক্রেটারি অধ্যাপক মো. রুহুল আমিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status