বাংলারজমিন
সিংড়ায় অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় মিলেছে, মূলহোতাসহ গ্রেপ্তার ৪
সিংড়া (নাটোর) প্রতিনিধি
১২ জুন ২০২৫, বৃহস্পতিবারনাটোরের সিংড়া থেকে উদ্ধারকৃত অজ্ঞাত মৃত নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম শামসুন্নাহার লাকী (৪০)। তিনি বগুড়ার শেরপুরের সিমলা গ্রামের কৃষক গোলাপ হোসেনের স্ত্রী। পরকীয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বাবার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মনোহরপুর গ্রামে। এদিকে এ ঘটনার মূলহোতা রিফাত আহমেদসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রিফাত পৌর শহরের উত্তর দমদমা এলাকার সমিজুল ইসলামের ছেলে। এ বিষয়ে নিহতের ভাই জাকারিয়া বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটককৃত অন্যরা হলো- মোর্শেদ (১৬), সোহাগ (১৭) ও রিয়াজুল (১৮)। তাদের সবার বাড়ি দক্ষিণ দমদমা। জানা যায়, নিহত গৃহবধূ গত রোববার বিকাল ৫টার দিকে স্বামীর বাড়ি বগুড়ার শেরপুরের সিমলা গ্রাম থেকে বাবার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মনোহরপুরের উদ্দেশ্যে বের হন। পরবর্তীতে তিনি নিখোঁজ হন। পরদিন সোমবার দুপুর ২টায় সিংড়া উপজেলার ফলিয়া ব্রিজের নিচে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে জনৈক আশরাফুল ইসলাম সুমন নামের এক ব্যক্তি। তিনি ৯৯৯-এ ফোন দেন। পরে সিংড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে লাশটির শরীরে আঘাতের চিহ্ন থাকায় এটা হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেন পুলিশ। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রিফাতসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।